• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ফাইনালে চোখ কিশোরীদের

গ্রুপসেরা হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলার কিশোরীরা

সংগৃহীত ছবি

ফুটবল

ফাইনালে চোখ কিশোরীদের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে দুই দলের এ ফুটবল দ্বৈরথ। শেষ চারের লড়াইয়ে স্বাগতিকদের পরাস্ত করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে প্রস্তুত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গ্রুপ পর্বের লড়াইয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলার কিশোরীরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে পরাজিত করার পর গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩-০ গোলে নেপালকে ধরাশায়ী করে মারিয়া মান্ডার দল।

টানা দুই জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ছোটনের শিষ্যরা। সেমিফাইনালের লড়াইকে সামনে রেখে গতকাল সকালে হোটেল আরিয়ার সামনে রিকভারি সেশনে অংশ নেয় বাংলাদেশ দল। প্রায় ৪০ মিনিটের এ রিকভারি সেশন শেষে ম্যাচ ভেন্যু চাংলিমিথান স্টেডিয়ামে হালকা অনুশীলনও করে মেয়েরা।

ভুটানের বিরুদ্ধে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের প্রথম আসরেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল লাল-সবুজরা। তবে গত এক বছরে অনেক পরিবর্তন এসেছে ভুটান দলে। উন্নতি করেছে মারিয়া মান্ডা-অনুচিংরাও। তবে অতীতের রেকর্ড নয়, বর্তমান নিয়েই ভাবছেন গোলাম রব্বানী ছোটন। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ভুল করতে চান না তিনি। সবাইকে নিজের সেরাটা দেওয়ার জন্যই তাগিদ দিয়েছেন মহিলা দলের সবচেয়ে সফল এ কোচ।

ভুটানের বিরুদ্ধে শেষ চারের লড়াইকে সামনে রেখে প্রস্তুত মেয়েরাও। দলের আক্রমণভাগের ফুটবলার রেহেনা জানান, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। ভুটান স্বাগতিক হিসেবে চাইবে সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে আমাদের বিরুদ্ধে জয় তুলে নিতে। আমরাও প্রস্তুত ওদের বিরুদ্ধে লড়াই করতে। আমরা শতভাগ দিয়েই লড়ব ভুটানিজদের বিরুদ্ধে।’ দলের গোলরক্ষক রুপা চাকমা বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। এখন দেশবাসীর দোয়া চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads