• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
এবার ভুটানের জালে ৫ গোল

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল ভুটানকে

সংগৃহীত ছবি

ফুটবল

ফাইনালে বাংলাদেশ

এবার ভুটানের জালে ৫ গোল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

গতবারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল ভুটানকে। আর এবার ওই আসরে তাদের বিপক্ষে সেমিফাইনালের প্রথমার্ধেই ওই ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এবার বাংলাদেশের জয়ের ব্যবধানও বেড়ে গেছে। গতকাল থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ ৫-০ গোলের বিশাল ব্যবধানে স্বাগতিক ভুটানকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। বাংলাদেশ ফাইনালে খেলবে ভারতের সঙ্গে। ভারত গতকাল প্রথম সেমিফাইনালে ২-১ গোলে নেপালকে পরাজিত করে।

বাংলাদেশ ম্যাচের পুরোটা সময়ই প্রতিপক্ষের ওপর চাপিয়ে খেলে। আনাই মগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর পর আনচিং মগিনি ও তহুরা খাতুনের গোলে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মারিয়া মান্দার গোলে ব্যবধান আরো বাড়ায় বাংলাদেশ। দলের পক্ষে শেষ গোলটি করেন রিপা।

সাফের এবারের আসরে বাংলাদেশ ১৪-০ গোলে পাকিস্তানকে ও দ্বিতীয় খেলায় ৩-০ গোলে নেপালকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। ‘এ’ গ্রুপে ভুটান ৬-০ গোলে শ্রীলঙ্কাকে হারালেও দ্বিতীয় খেলায় ভারতের কাছে ১-০ গোলে হারে। ভুটান গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে পৌঁছায়। গত সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন, ভারত রানার্স আপ, নেপাল তৃতীয় ও ভুটান চতুর্থ হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads