• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রিয়ালকে হারিয়ে সুপার কাপ আটলেটিকোর

দিয়েগো কস্তার গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে আটলেটিকো

সংগৃহীত ছবি

ফুটবল

রিয়ালকে হারিয়ে সুপার কাপ আটলেটিকোর

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

কোচ জিনেদিন জিদান আগেই সম্পর্কটা ছিন্ন করেছেন। তার দেখানো পথে হেঁটে ইতালিতে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে দুই মহাতারকাকে ছাড়াই নতুন জীবনে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। যার শুরুটা হলো বাজে হার দিয়ে। সঙ্গে প্রথম উয়েফা সুপার কাপ ডার্বিতে ধরাশায়ী হয়ে আটলেটিকো মাদ্রিদের কাছে হাতছাড়া করেছে শিরোপা। অতিরিক্ত সময়ে আটলেটিকোর আগুনে পারফরম্যান্স ম্যাচের সব হিসাব-নিকাশ পাল্টে দেয়। ফলে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচ ৪-২ গোলে হেরে জিদান ও রোনালদোর অভাবটা হাড়ে হাড়ে টের পায় রিয়াল।

চলতি গ্রীষ্মে ৯৯ মিলিয়ন পাউন্ডে সিআর সেভেনের জুভেন্টাসে নাম লেখানো এবং স্পেনের সাবেক কোচ জুলেন লোপেতেগুই জিদানের উত্তরসূরি হওয়ার পর এই প্রথম ক্লাব ফুটবলের প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিল রিয়াল। প্রথম দল হিসেবে টানা তিনবার সুপার কাপ জয়ের ইতিহাস লিখতে চেয়েছিল টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মার্সেলো জয়সূচক গোল করার সুবর্ণ সুযোগ মিস করায় কপাল পুড়ে রিয়ালের। গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মতো সুপার কাপ খেলল দুই স্প্যানিশ দল। তবে একই শহরের দুই দলের ম্যাচ এবারই প্রথম।

বার্নাব্যু শিবিরে নগর প্রতিদ্বন্দ্বীরা ভয় ধরিয়ে দিয়েছিল ম্যাচের প্রথম মিনিটেই। দিয়েগো কস্তার গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে আটলেটিকো। পিছিয়ে পড়েই মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। তবে ম্যাচে সমতায় ফিরতে ২৬ মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। গ্যারেথ বেলের বাড়ানো বল করিম বেনজেমার মাথা ছুঁয়ে আশ্রয় নেয় আটলেটিকোর জালে। আটলেটিকোর রাইট ব্যাক জুয়ানফ্রান ফ্রান্সিস্কোর হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। ৬৩ মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ২-১ নিয়ে যান রিয়াল ডিফেন্ডার ও অধিনায়ক সার্জিও রামোস। ৭৯ মিনিটে আটলেটিকোর হয়ে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন স্ট্রাইকার কস্তা।

এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। রিয়াল মাদ্রিদের ফুটবলাররা আটলেটিকোর রক্ষণদুর্গে চিড় ধরাতে না পারলেও দুটি গোল পেয়ে যায় কোচ দিয়েগো সিমিওনের দল। ৯৮ মিনিটে ১৬ গজ দূর থেকে দুরন্ত ভলিতে গোল করে জয়ের আভাস দেন সাউল। আর দুর্দান্ত ফিনিংশে ১০৪ মিনিটে রিয়ালের স্বপ্ন পুরোপুরি ভেঙে দেন কোকে। সুবাদে ইউরোপা লিগ শিরোধারীদের উপহার দেন তৃতীয় সুপার কাপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads