• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
তবুও খুশি ছোটন

একমাত্র গোল খেয়ে শিরোপা হারাল ভারতের কাছে

সংগৃহতি ছবি

ফুটবল

তবুও খুশি ছোটন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

গ্রুপ ও সেমিফাইনালে উড়ন্ত জয়ের পর মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে হারল বাংলাদেশ। টানা দ্বিতীয় শিরোপা জেতা হলো না তাদের। ফাইনালে বেশ কয়েকটি সুযোগ নষ্টের আক্ষেপ থাকলেও মেয়েদের পারফরম্যান্সে খুশি কোচ গোলাম রব্বানী ছোটন।

প্রথম তিন ম্যাচে ২২ গোল করা দলটি একমাত্র গোল খেয়ে শিরোপা হারাল ভারতের কাছে। দিনটা বাংলাদেশের ছিল না মনে করেন বাংলাদেশের কোচ, ‘ফাইনালটা আমাদের জন্য ভালো যায়নি। বলা চলে দিনটা বাজে গেছে।’

এই এক ম্যাচ দিয়ে মেয়েদের পারফরম্যান্সের বিচার করা যৌক্তিক মানছেন না গোলাম রব্বানী, ‘একটি ম্যাচ দিয়ে মেয়েদের পারফরম্যান্স যাচাই করা যাবে না। আমি তাদের পারফরম্যান্সে খুশি। দ্বিতীয়ার্ধে তারা যেভাবে খেলেছে তাতে গোল পাওয়া উচিত ছিল।’

গোল খাওয়ার পর বাংলাদেশের দুটি সুযোগ পোস্টে লেগে ফিরে এসেছে। শেষ মুহূর্তে ফরোয়ার্ড তহুরাও গোলের সুবর্ণ সুযোগ হারায়। এ নিয়ে আক্ষেপ ঝরল বাংলাদেশ কোচের কণ্ঠে, ‘তহুরার গোল মিস করা মোটেও ঠিক হয়নি। এমন সুযোগ নষ্ট করা বিশ্বাসই হচ্ছে না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads