• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
মেসিকে হুমকি দিয়ে নিষিদ্ধ

নিরাপত্তাহীনতার ভয়ে শেষ পর্যন্ত সেই ম্যাচ বাতিল করেছিল মেসিরা

ছবি : ইন্টারনেট

ফুটবল

মেসিকে হুমকি দিয়ে নিষিদ্ধ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

ইসরাইলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। নিরাপত্তাহীনতার ভয়ে শেষ পর্যন্ত সেই ম্যাচ বাতিল করেছিল মেসিরা। কারণ মেসির জার্সি পুড়িয়ে ফেলতে উসকানি দিয়েছিলেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজৌব। ফুটবলপ্রধান হিসেবে এমন উসকানি গ্রহণযোগ্য হয়নি ফিফার কাছে। এমন কাণ্ডের পর তাকে এক বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। শুক্রবার ফিফার শৃঙ্খলা কমিটি এমন রায় দেয় রাজৌবের বিরুদ্ধে। ফিফা বিবৃতিতে জানায়, জিবরিল রাজৌবের বক্তব্য মানুষকে ‘ঘৃণা ও সহিংসতার’ দিকে উসকে দিয়েছে। এমন কাণ্ডে তাকে শাস্তি হিসেবে ১২ মাসের নিষেধাজ্ঞাসহ ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads