• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই আজ নীলফামারীতে

বুধবার বিকাল ৪টায় মাঠে গড়াবে এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ

সংগৃহীত ছবি

ফুটবল

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই আজ নীলফামারীতে

  • নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

ক্রীড়া ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা নীলফামারী। জেলার শেখ কামাল স্টেডিয়ামে আজ বুধবার বিকাল ৪টায় মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ।

এ ধরনের ম্যাচে নীলফামারীর ফুটবল আরো সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত, এটা বলার অপেক্ষা রাখে না। নীলফামারীতে এই প্রথম এত বড় একটা খেলার আয়োজন জেলা ক্রীড়া সংস্থা করতে পেরেছে এজন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নীলফামারীর নবাগত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ ম্যাচের জন্য প্রস্তুত শেখ কামাল স্টেডিয়াম। ইতোমধ্যে মাঠ সংস্কারের পাশাপাশি প্রস্তুত করা হয়েছে গ্যালারি, প্যাভিলিয়ন ও ড্রেসিংরুম। এখন শুধু ম্যাচের অপেক্ষা।’

এই স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads