• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বার্সেলোনার গোল উৎসব

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে হুয়েস্কাকে ৮-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা

ছবি : ইন্টারনেট

ফুটবল

বার্সেলোনার গোল উৎসব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

নবাগত হুয়েস্কা ম্যাচের শুরুতেই গোল করে চমকেই দিয়েছিল বার্সেলোনাকে। কিন্তু কাতালান জায়ান্টরা তাদের নিয়ে ছেলেখেলা করল শেষ ৪৫ মিনিট। লা লিগায় তৃতীয় ম্যাচে লিওনেল মেসি ও লুই সুয়ারেজের জোড়া গোলে হুয়েস্কাকে ৮-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদের মতোই লিগে শতভাগ সাফল্য ধরে রাখল বার্সা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় রিয়াল।

বার্সেলোনার মাঠে হুয়েস্কা চমক দেখায় মাত্র ৩ মিনিটে গোল করে। স্যামুয়েল লঙ্গোর অ্যাসিস্টে প্রথম সুযোগেই মার্ক আন্দ্রে টের-স্টেগেনকে পরাস্ত করেন হুয়ান হার্নান্দেস (১-০)। শুরুর এই ধাক্কা বার্সা কাটিয়ে উঠতে সময় নেয়নি বেশি। ১৬ মিনিটে মেসি জাদুতে সমতা ফেরায় তারা। ইভান রাকিটিচের পাসে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিকে এগিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বার্সা অধিনায়ক (১-১)। ২৪ মিনিটে জর্দি আলবার পাস আটকাতে গিয়ে জর্জ পুলিদো আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা (২-১)। আলবার চমৎকার নিচু ক্রস থেকে সুয়ারেজ ৩৯ মিনিটে করেন বার্সার তৃতীয় গোল (৩-১)। যদিও বিরতির তিন মিনিট আগে মই গোমেসের ক্রস থেকে অ্যালেক্স গ্যালারের গোলে ব্যবধান কমায় হুয়েস্কা (৩-২)। কিন্তু দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নদের কাছে এককথায় ‍উড়ে গেছে অতিথিরা। ৪৮ মিনিটে সুয়ারেজের পাসে দলের চতুর্থ গোল করেন উসমান দেম্বেলে (৪-২)। চার মিনিট পর মেসির তুলে দেওয়া বলে নিখুঁত ভলিতে গোল করেন রাকিটিচ (৫-২)। ৬১ মিনিটে বল মাঝমাঠের দিকে বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা কুতিনহো। বল পায়ে নেন মেসি, এক দৌড়ে হুয়েস্কা গোলরক্ষক বার্নারকে পরাস্ত করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী (৬-২)। ৮১ মিনিটে গোল করেন আলবা (৭-২) এবং ইনজুরি টাইমে পেনাল্টি শটে নিজের দ্বিতীয় গোল করেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজ (৮-২)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads