• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

ভুটানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে বাংলাদেশ পেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা

ছবি : সংগৃহীত

ফুটবল

ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় লালসবুজ জার্সিধারীরা। খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে তপু বর্মনের গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন মাহবুবুর রহমান সুফিল।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু ম্যাচটি শুরু হয়। শুরুর প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ দল। কর্নার কিক নেওয়ার সময় ডি বক্সের মধ্যে সাদউদ্দিনকে ফাউল করেন ভুটানের থেরিং ধিরাজ। রেফারির চোখ এড়াতে পারেনি এই ফাউল। ফলে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ দল। তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মন (১-০)।

এরপর আরও বেশকিছু গোলের সুযোগ তৈরি করলেও গোলের দেখা পান নি সাদ-জামালরা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিট) ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বাকি সময়ে দুই দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই। ফলে দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচে ভুটানের বেশকিছু গোলের প্রচেষ্টা রুখে দিয়ে ম্যাচে প্রশংসা পাওয়ার মতো পারফর্ম করেছেন বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলম সোহেল। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষস্থান এখন বাংলাদেশের। দিনের প্রথম ম্যাচে নেপালকে ২-১ হারানো পাকিস্তান নেমে গেছে দুইয়ে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads