• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ম্যাঞ্চেস্টার সিটিকেই এগিয়ে রাখলেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)

ছবি : ইন্টারনেট

ফুটবল

ম্যাঞ্চেস্টার সিটিকেই এগিয়ে রাখলেন নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৮

নেইমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র) জানিয়ে দিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার ব্যাপারে তার বাজি ম্যাঞ্চেস্টার সিটির পক্ষে। অথচ দুরন্ত ফর্মে থাকা লিভারপুলের জায়গা হয়নি তার বাছা প্রথম চার দলের তালিকায়। লিগের চার ম্যাচ শেষে লিগ তালিকার শীর্ষে রয়েছে য়ুর্গেন ক্লপের দল। পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি রয়েছে চতুর্থ স্থানে। ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘মৌসুমের শুরুতেই লিগের চ্যাম্পিয়ন বাছা খুবই কঠিন। তবে ম্যাঞ্চেস্টার সিটিকেই এগিয়ে রাখব।’ এবার লিগের প্রথম চার দল বাছতে বলা হলে নেইমার বলেন, ‘দ্বিতীয় হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে রাখব। তৃতীয় চেলসি ও চতুর্থ টটেনহ্যাম হটস্পার।’

মঙ্গলবারই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হারের পরে এই প্রথম তিতের দল আবার একসঙ্গে মাঠে নামে। ব্রাজিলের প্রস্তুতিতে নেতৃত্ব দেন নেইমারই। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন ফিলিপে কুটিনহো, উইলিয়ান, ফিলিপে লুইসরা। মার্কিন যুক্তরাষ্ট্র ও এল সালভাডোরের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলের বিশ্বকাপ দলের অনেকেই নেই এই দলে। তবে যোগ হয়েছে কিছু নতুন মুখ। যেমন প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে এভার্টনের জার্সিতে গোল করা রিচার্লিসন। ফ্রেন্ডলি ম্যাচের দলে রাখা হয়েছে তাকে। মঙ্গলবারই দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন তিনি। অনুশীলন শেষে ব্রাজিলীয় উইঙ্গারের মন্তব্য, ‘এখনো বিশ্বাস হচ্ছে না আমি নেইমারদের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাচ্ছি। খবরটি পাওয়ার সময়ে আমি ঘরে বসে ভিডিও গেম খেলছিলাম। তখনই এডু আমাকে ফোন করে এই কথা জানায়। তারপরেও বিশ্বাস করতে পারিনি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads