• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

গোলের পর উচ্ছসিত তপু বর্মণ

ছবি : সংগৃহীত

ফুটবল

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৪ মিনিটে গোল দিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের একমাত্র গোলটি করেন বাংলাদেশ দলের তপু বর্মন। তপুর করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে পথে এগিয়ে থাকলো বাংলাদেশ।

এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।এদিন রক্ষণভাগের খেলোয়াড় আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে দলে সৃযোগ পান মামুনুল। শারীরিক অসুস্থতায় ফাহাদ খেলতে পারেননি।

বৃহস্পতিবারের খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলায় চরম উত্তেজনা ছিল। প্রথমার্ধে পাকিস্তান বেশ কয়েকবার আক্রমণ চালালেও তা রুখে দেয় বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। গোল হওয়ার মতো একাধিক আক্রমণ করলেও ৮৪ মিনিটে গিয়ে গোল পায় বাংলাদেশ।

বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ৬৩ শতাংশ বল দখলে রাখে স্বাগতিকরা। ৩৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে পাকিস্তান।

সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে দুই দলের জন্যই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ ব্যবধানে হারিয়েছিলো ভুটানকে। আর পাকিস্তান ২-১ ব্যবধানে হারিয়েছে নেপালকে। আজকের খেলায় পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে গেলো বাংলাদেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads