• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সালাহর নৈপুণ্য

ইংলিশ ফুটবল লিগ কাঁপানো মিসরের মোহামেদ সালাহ

ছবি : ইন্টারনেট

ফুটবল

সালাহর নৈপুণ্য

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর ২০১৮

ইংলিশ ফুটবল লিগ কাঁপানো মিসরের মোহামেদ সালাহ তার দক্ষতা দেখিয়ে যাচ্ছেন জাতীয় দলের জার্সিতেও। দলের ৬-০ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন সালাহ। আবার দুর্ভাগ্যবশত পেনাল্টি থেকে দুটি গোল করতেও ব্যর্থ হয়েছেন এই লিভারপুল তারকা।

শনিবার আফ্রিকান ন্যাশন কাপের বাছাইপর্বের ম্যাচে নাইজারকে দেড় হালি গোলে উড়িয়ে দেয় মিসর। যেখানে ম্যাচের আলো একাই কেড়ে নেন সালাহ।

ম্যাচের প্রথম মিনিটেই স্পটকিক থেকে গোলবঞ্চিত হন সালাহ। তবে কিছুক্ষণ পরই মারওয়ান মহসেনকে দিয়ে মিসরের প্রথম গোল করান। আয়মান আশরাফ পরবর্তী সময়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের শেষদিকে আরো একটি পেনাল্টি লাভ করে মিসর। কিন্তু নাইজার গোলরক্ষক দাউদা কাসালি এবারো সালাহকে আনন্দ উদযাপন করতে দেননি। তবে দলের তৃতীয় গোল করে ঠিকই ফারাওদের ৩-০তে এগিয়ে দেন এই ম্যাজিশিয়ান।

মহসেনের করা দলের চতুর্থ গোলটিতে ফের অ্যাসিস্ট করেন সালাহ। আর হেডের মাধ্যমে গোল করে পরে নিজের জোড়া গোল পূর্ণ করেন। দলের হয়ে শেষ গোলটি করেন আর্সেনাল তারকা মোহামেদ এলনেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads