• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চেলসির অতিথি লিভারপুল

সংগৃহীত ছবি

ফুটবল

চেলসির অতিথি লিভারপুল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লড়াইয়ে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে চোখ রাঙিয়ে যাচ্ছে চেলসি। এগিয়ে যেতে চাচ্ছে মাঠের লড়াইয়ের দৌড়ে। ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার ও আর্সেনালকে ইতোমধ্যে  পেছনে ফেলেছে। এবার লিভারপুল ও ম্যানসিটিকে টপকে যাওয়ার পালা। লক্ষ্যটা সামনে রেখে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে আজ রাতে দ্য রেড শিবিরের মুখোমুখি হতে যাচ্ছে লন্ডনের দলটি। গেল বুধবার রাতে ইংলিশ লিগ কাপে লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে চেলসি। আজকের ম্যাচের মধ্য দিয়েই চেলসির লিগ শিরোপা জয়ের সম্ভাবনার একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে। ম্যাচের ফলই বলে দেবে লিগে দ্য ব্লুজ শিবিরের চ্যাম্পিয়ন হওয়ার উচ্চাকাঙ্ক্ষাটা ঠিকে থাকবে কি না। ইডেন হ্যাজার্ড ফর্মে থাকলেও চেলসির নতুন কোচ মাউরিজিও সারি অবশ্য পেপ গার্দিওলা ও জুর্গেন ক্লপের দল থেকে নিজেদের পিছিয়ে রাখছেন। আর ইংলিশ লিগের চলতি মৌসুমে শতভাগ জয় ছিনিয়ে নেওয়ার পথে কোনো ছাড় দিতে রাজি নয় লিভারপুল। মোহাম্মদ সালাহকে আক্রমণভাগের নেতৃত্বে রেখে লিগের মাঠের লড়াইয়ে অজেয় থেকে যাওয়ার লক্ষ্য নিয়ে চেলসির মাঠ সফরে যাবে দ্য অ্যানফিল্ড শিবির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads