• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ভুটানে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের কিশোরীরা

সংগৃহীত ছবি

ফুটবল

পাক বধে মিশন শুরুর লক্ষ্য

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে গতকাল। ভুটান ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা ওঠে প্রথমবারের মতো আয়োজিত এ আসরের। চাংলিমিথাং স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ৪-০  গোলে জয় তুলে নেয় সফরকারী ভারত। আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। একই দিন বিকাল ৪টায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি ভুটান।

ছয় দেশের এ টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। গত আগস্টে এই থিম্পুতেই বাংলাদেশের মেয়েরা খেলে এসেছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। তিন মাসের মধ্যে পাহাড়ি দেশটিতে আরেকটি মিশন শুরু হচ্ছে বাংলাদেশের নারী ফুটবলারদের। টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ৬ দেশ। ‘এ’ গ্রুপের দল ভারত, ভুটান ও মালদ্বীপ।

নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে গতকাল সকালে থিম্পুতে অনুশীলন করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটাকেই আপাতত টার্গেট করেছে টিম বাংলাদেশ। জয় দিয়েই মিশন শুরু করতে চান কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। আর্টিফিশিয়াল টার্ফ হওয়ায় বল বেশ গতি পায়। সে গতির সঙ্গে তাল মেলাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ এ মাঠে দলের অধিকাংশ ফুটবলারের খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা পাকিস্তানকে পরাস্ত করেই নিজেদের মিশন শুরু করতে চাই। দলের ফুটবলারদের কোনো প্রকার চাপ নিতে নিষেধ করেছি। বলেছি, স্বাভাবিক খেলাটা ধরে খেলার জন্য। বরাবর আমরা যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলি, সেভাবেই খেলব পাকিস্তানের বিরুদ্ধে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads