• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পাকিস্তানের জালে বাংলাদেশের ১৭ গোল

পাকিস্তানের বিপক্ষে আরো একটি আক্রমণ

ছবি : সংগৃহীত

ফুটবল

পাকিস্তানের জালে বাংলাদেশের ১৭ গোল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৮

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৭ গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে সময় সন্ধ্যায় ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে থাকা মেয়েরা দ্বিতীয়ার্ধে সেই ব্যাবধান দ্বিগুণ করেন। জবাবে একটি গোলও বাংলাদেশের জালে পাঠাতে পারেনি পাকিস্তানের মেয়েরা। 

এর আগে আগস্টে চাংলিমিথাং স্টেডিয়ামে এই পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। এবার অনূর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপেও তাদের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামে ছোটন শিষ্যরা। 

ম্যাচের ৭ মিনিটেই মার্জিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্বপ্না। এরপর মার্জিয়া ১৩ ও ২১ মিনিটে আরো দুটি গোল করলে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান।

হ্যাটট্রিক করে আরো আগ্রাসী হয়ে খেলছেন মার্জিয়া। ৩২ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোল করেছেন শিউলি আজিম। বাংলার কিশোরীদের একের পর আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে তিন বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসা পাকিস্তান। 

স্বপ্না ৭টি, মার্জিয়া ৪টি, শিউলি আজিম ২টি গোল করেন। বাকি চার গোলদাতা আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন ও কৃষ্ণা রানী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads