• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বীরের বেশে ফিরলেন নারী ফুটবলাররা

দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৮ বাংলাদেশ নারী ফুটবল দল

সংরক্ষিত ছবি

ফুটবল

বীরের বেশে ফিরলেন নারী ফুটবলাররা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ভুটান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে গতকাল সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে ফুটবল দলের মেয়েদের ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। প্রত্যাশা বাড়ানো মেয়েরা আরো বড় অর্জনের স্বপ্নের কথা জানান।

গত রোববার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ১-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যাদের পায়ে এসেছে শিরোপা, সেই মেয়েরা জানিয়েছেন বিশ্বের যেকোনো দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তারা।

দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী জানান, কঠোর পরিশ্রমই তাদের পৌঁছে দিয়েছে লক্ষ্যে। সহ-অধিনায়ক মারিয়া মান্ডার কণ্ঠে উচ্চারিত হলো এই মেয়েদের আরো বড় অর্জনের স্বপ্নের কথাটি। ২০২০ পর্যন্ত মেয়েদের এ দলটিকে প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের দল হিসেবে তৈরির পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

চলতি মাসের শেষ দিকে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে তাজিকিস্তান যাবেন বাংলাদেশের মেয়েরা। সেখানে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads