• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘মেয়েরাই জীবন বদলে দিয়েছে’

মেয়েদের সঙ্গে বিশ্বসেরা ফুটবল তারকা আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা

ছবি : ইন্টারনেট

ফুটবল

‘মেয়েরাই জীবন বদলে দিয়েছে’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

নিজের বিতর্কিত অতীতে ফিরে গেলেন সর্বকালের অন্যতম বিশ্বসেরা ফুটবল তারকা আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। এক সাক্ষাৎকারে তুলে ধরলেন তার মাদক সেবনের কাহিনী। আর সেই অবস্থা থেকে তার নিজের মেয়েরাই স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে বলেও জানান তিনি।

ম্যারাডোনা বলেছেন, ‘আমি যখন মাদক নিতাম, তখন আমি জীবনে এক পা পিছিয়ে থাকতাম। অথচ ফুটবলার হিসেবে আমার এক পা এগিয়ে থাকার কথা ছিল। ওই দুঃসহ জীবন বদলে যায় আমার মেয়েদের কারণে। আমি এখন মেক্সিকোতে এসেছি কাজের জন্য।’ ম্যারাডোনা একহাত নিয়েছেন তার সমালোচকদের। বলেছেন, ‘অনেকেই অনেক কথা বলতে পারে। কিন্তু আমি ১৫ বছর আগে ওই অসুস্থতা (নেশার জীবন) কাটিয়ে উঠতে পেরেছি। তাই এখন কেউ কেউ আমার বিরুদ্ধে মাদক ছেড়ে ডোপিং নিয়ে কথা বলে।’

ম্যারাডোনা মনে করেন, তার অবস্থার সুযোগ নিয়ে তাকে কাঠগড়ায় তোলা হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমার বিচার করতে বসে যায় অনেকে। কিন্তু একটা কথা আমি বলে দিতে চাই। আর্জেন্টিনায় অনেকে আছে, যারা মুখোশ পরে চলে। আর যারা বড়লোক হচ্ছে, তারাও কোকেনে ডুবে থাকে।’

এখানেই শেষ নয়। আর্জেন্টিনার অন্ধকার দিকটাও তুলে ধরেছেন ম্যারাডোনা। তিনি বলেছেন, ‘যেসব বাচ্চা রাস্তায় পড়ে থাকে, তারাই মাদক নেয়, এই ধারণাটা কিন্তু ভুল। অনেক ভালো পরিবারের লোকও মাদকের নেশায় জর্জরিত। আমি জানি। কারণ আমিও ওদের সঙ্গে নেশা করতাম।’

ম্যারাডোনার সাবেক ব্যক্তিগত প্রশিক্ষক ফার্নান্দো সিগনোরিনিও সম্প্রতি একটি তথ্যচিত্রে স্বীকার করে নিয়েছেন, ‘মাদক থেকে নিজেকে বাঁচাতে প্রচুর পরিশ্রম করেছে দিয়েগো। না হলে আজকে ও এই জায়গায় আসতে পারত না।’ তার মন্তব্য নিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘ফার্নান্দো ঠিকই বলেছে। আমার অবস্থার সুযোগ নিয়েছে অনেকে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads