• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ফুটবল

দু’দলেরই চোখ ট্রফিতে

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের মিশনে আজ মুখোমুখি হচ্ছে ফিলিস্তিন ও তাজিকিস্তান। দু’দলের দৃষ্টিই এখন শিরোপার দিকে। শক্তিশালী ফিলিস্তিন চাইছে শিরোপা জয় করে এশিয়া কাপের প্রস্তুতিটা শেষ করতে। আর তাজিকিস্তানের লক্ষ্য গ্রুপ পর্বে ফিলিস্তিনের কাছে পরাজয়ের প্রতিশোধ নিয়ে শিরোপা জয় করে দেশে ফেরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফাইনালের এ মহারণ। ম্যাচ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। দর্শকদের জন্য গ্যালারি টিকেট ৫০ ও ভিআইপি টিকেট ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ম্যাচটি বিটিভি, মাছরাঙ্গা ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।

৬ জাতির এ ফুটবল আসরে ফেভারিট তকমা নিয়েই ঢাকায় এসেছিল তাজিকিস্তান ও ফিলিস্তিন। একই গ্রুপে ছিল তারা। ‘এ’ গ্রুপে থাকা দল দুটি গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সে লড়াইয়ে জয় ছিল ফিলিস্তিনের ঝুলিতে। ২-০ গোলে জয় পেয়েছিল তারা। এর আগে দুইবারের মুখোমুখিতে কেউ কাউকে হারাতে পারেনি। তবে বর্তমান সময়ে তাজিকদের (১২০) চেয়ে র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে আছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। তবে র্যাঙ্কিং কিংবা অতীত পরিসংখ্যান নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না ফিলিস্তিনের কোচ আইলাদ আলি নরুদ্দিনী। তাজিকদের বিরুদ্ধে গ্রুপ পর্বে জয় পেলেও ফাইনালের লড়াইটি যে সহজ হবে না, সেটা নিজেই স্বীকার করে নিলেন। প্রতিপক্ষ দলকে বেশ সমীহ করছেন তিনি। শিরোপা জয়ের জন্য কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন তিনি, ‘প্রতিপক্ষ হিসেবে ওরা (তাজিকিস্তান) বেশ শক্তিশালী। টুর্নামেন্টের সেমিফাইনাল আমাদের একদিন আগে শেষ করেছে। ফাইনালে মাঠে নামার আগে বিশ্রামের জন্য একদিন বেশি সময় পেয়েছে। এটা তাজিকদের জন্য বাড়তি সুবিধা। মাঠের লড়াইয়ে ওরা আমাদের ছেড়ে কথা বলবে না। ট্রফি নিয়ে ওরাও দেশে ফিরতে চাইবে নিশ্চয়ই। তবে আমরাও ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই। নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে ছেলেরা। আর এ টুর্নামেন্টটি আমাদের জন্য ছিল এশিয়া কাপের প্রস্তুতি। সে প্রস্তুতি পর্বটা জয় দিয়েই শেষ করতে চাই।’

মাত্র তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে আসা তাজিকিস্তান শেষ চারের লড়াইয়ে বেশ চমক দেখিয়েছিল। শক্তিশালী ফিলিপাইনকে ২-০ গোলে পরাস্ত করে নিজেদের শক্তির জানানটা বেশ ভালোভাবেই দিয়েছে দলটি। শেষ চারের লড়াইয়ে পাওয়া এমন জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে দলের ফুটবলাররা। তাছাড়া প্রস্তুতির জন্যও দুই দিন সময় পেয়েছে তাজিকরা। গ্রুপ পর্বে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারলেও ফাইনালে সে ভুল করতে নারাজ কোচ আলিসায়ের তুকতায়েভ, ‘গ্রুপ পর্বে হারলেও সে ভুলত্রুটিগুলোর পুনরাবৃত্তি দেখতে চাই না। ছেলেরা একটা জয়ের জন্য মুখিয়ে আছে। ফিলিস্তিনকে প্রতিরোধ করতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে আমার দল। আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই। তবে প্রতিপক্ষ হিসেবে ফিলিস্তিন যে বেশ শক্তিশালী সেটা আমরা ভালোই জানি। ওদের বিরুদ্ধে সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামব কাল (আজ)।’ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে নিজেদের জন্য পয়মন্ত ভেন্যু হিসেবেই দেখছে তাজিকরা। কারণ ২০০৬ সালের চ্যালেঞ্জ কাপের ট্রফি এ ভেন্যু থেকেই জিতেছিল তারা। তাই অতীতের সেই ট্রফি জয়টাকে নিজেদের সুখস্মৃতি হিসেবেই দেখছেন কোচ, ‘চ্যালেঞ্জ কাপের ট্রফি এখান থেকেই জয় করে দেশে ফিরেছিলাম। সেটা আমাদের জন্য অনুপ্রেরণা জোগাচ্ছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads