• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জার্মানিকে উড়িয়ে দিল ডাচরা

জার্মানির বিপক্ষে তৃতীয় গোলের পর উল্লসিত নেদারল্যান্ডসের ভেইনালডাম (ডানে)

ছবি : ইন্টারনেট

ফুটবল

জার্মানিকে উড়িয়ে দিল ডাচরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৮

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা তো রয়েছেই, এবারের উয়েফা ন্যাশনস লিগের ব্যর্থতাও কাটিয়ে উঠতে পারছে না জার্মানি। নিজেদের মাঠে নেদারল্যান্ডস যে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবে তা হয়তো জার্মানির কল্পনাতেও ছিল না। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এককথায় উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আমস্টারডামে শনিবার রাতে গ্রুপ ১-এর ম্যাচে জার্মানিকে ৩-০ গোলে হারায় ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি। বলা যায়, ম্যাচে কোনো রকম পাত্তাই পায়নি শক্তিশালী দল জার্মানি।

প্রথমার্ধেই ভার্জিল ভন ডাইকের গোলে পিছিয়ে পড়ে জার্মানি। যদিও দ্বিতীয়ার্ধে বেশ গুছিয়ে নেয় নিজেদের, কিন্তু গোলের দেখা তো দূরের, উল্টো আরো দুই গোল খেয়ে বসে।

জার্মানদের বিপক্ষে পুরোপুরি সুযোগের সদ্ব্যবহার করে খেলেছে ডাচরা। অথচ এই দলটিই বাছাই পর্ব পার হয়ে খেলতে পারেনি বিশ্বকাপ। এতদিন জার্মানদের সামনে পেলেই খেই হারাত ডাচরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১৬ বছরের সেই খরা কাটিয়ে তাদের বিধ্বস্ত করেছে দারুণ লড়াই করে। জার্মানির বিপক্ষে ডাচদের সবশেষ জয় ছিল ২০০২ সালে।

ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মিডফিল্ডার রায়ান বাবেলের হেড ক্রসবারে লাগলেও ভুল করেননি ডাইক। ফিরতি বল হেডে জালে পাঠান লিভারপুলের এই ডিফেন্ডার। ৩৮ মিনিটে দারুণ এক সুযোগ হারায় জার্মানি। থমাস মুলারের শট গোলবারের পাশ কাটিয়ে চলে যাওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

৫৭ মিনিটে মুলার ও এমরে কানকে তুলে নিয়ে লেরয় সানে ও ইউলিয়ান ড্রাক্সলারকে নামানোতে জার্মানির আক্রমণভাগের গতি বেশ বেড়ে যায়। ৬৫ মিনিটে নিজেদের সেরা সুযোগটি পায় জার্মানি। ফাঁকায় বল পেয়ে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সানে জোরালো শট নিলেও অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।

৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ ও জয় নিশ্চিত করেন মেমফিস ডিপাই। আর যোগ করা সময়ে ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান লিভারপুল মিডফিল্ডার ভেইনালডাম।

এ বছরটায় নিজেদের ছায়া হয়েই আছে জার্মানি। ১০ ম্যাচে তাদের জয় মাত্র তিনটিতে। রাশিয়া বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে লজ্জা নিয়ে। লিগে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads