• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

আর্জেন্টিনাকে ০-১ গোলে হারানোর পর উল্লাসে ফেটে পড়া ব্রাজিল দল

ছবি : ইন্টারনেট

ফুটবল

শেষ মুহূর্তের নাটকে জয় পেল ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

নির্ধারিত সময়ের খেলা শেষ, ইনজুরি সময়ও শেষ হওয়ার পথে। খেলা তখনো গোলশূন্য ড্র। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ অমীমাংসিতই শেষ হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই লড়াই শেষ পর্যন্ত সমতা থাকেনি, একেবারেই শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

গতকাল মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দায় এক প্রীতি ম্যাচে ব্রাজিল ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনার বিপক্ষে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে একমাত্র গোলটি করেন জোয়াও মিরান্ডা।

ম্যাচ গোল শূন্য সমতায় শেষ হচ্ছে বলেই মনে হচ্ছিল। এমন সময় ম্যাচের ৯৩ মিনিটে কর্ণার পায় ব্রাজিল। তা থেকে হেডে আর্জেন্টিনার জালে বল জড়ান ব্রাজিল ডিফেন্ডার মিরান্ডা। ব্রাজিল ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। আর স্কালোনির আর্জেন্টিনাকে উপহার দেয় হতাশা।

ম্যাচে অবশ্য দু’দলই বেশ কিছু আক্রমণ করেছে। তবে ব্রাজিল নেইমার-কৌতিনহো-আর্থারদের নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন করেছে। তিতের দল বল পায়ে রেখেছে বেশি, পাস করেছে বেশি। এমনকি গোলের লক্ষ্যে শটও নিয়েছে বেশি। কিন্তু গোল পেতে লেগে গেছে ম্যাচের শেষ সময় পর্যন্ত। পুরো ম্যাচে ব্রাজিলের পায়ে ছিল ৬৩ ভাগ বল। গোলের লক্ষ্যে আর্জেন্টিনা শট নিয়েছে একটি আর ব্রাজিল শট নিয়েছে তিনটি। এছাড়া সেলেকাওরা সফল পাস দিয়েছে ৫২৪টি। আর ছোট পাসে অভ্যস্ত আর্জেন্টিনা সফল পাস করেছে ২৯২টি।

৯৩ মিনিটের মাথায় গোল পায় ব্রাজিল। শেষ মিনিটে কর্নার কিক পায় ব্রাজিল। নেইমারের অসাধারণ শটে ফাঁকায় থাকা মিরান্ডা মাথা ছোঁয়ালে গোল পায় ব্রাজিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads