• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কেমন হলো দলবদল

লোগো প্রিমিয়ার লিগ ফুটবল

ফুটবল

কেমন হলো দলবদল

প্রিমিয়ার লিগ ফুটবল

  • কবিরুল ইসলাম
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

ফেডারেশন কাপ দিয়ে পর্দা উঠবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের। এরই মধ্যে পেশাদার লিগের ক্লাবগুলো সেরে নিয়েছে দলবদল। আনুষ্ঠানিকভাবে দলবদলটা তিন-চার দিন আগে সারলেও ক্লাবগুলো অনেকটা প্রকাশ্যেই তিন-চার মাস আগে থেকে নিজেদের ঘর গোছানোর কাজটা শেষ করে। গত মৌসুমের মাঝপথেই অনেক ক্লাব পুরনো ফুটবলারদের সঙ্গে নতুন করে চুক্তি সেরে ফেলে, কোনো কোনো দল আবার অন্য ক্লাবের ফুটবলারের সঙ্গেও পাকা কথা বলে রেখেছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বেঁধে দেওয়া সময়টা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। দলবদলে এবার বড় চমক দিয়েছে নবাগত বসুন্ধরা কিংস। জাতীয় দলের আট ফুটবলার আছেন এই ক্লাবটিতে। বসুন্ধরার মতো সাইফ স্পোর্টিং ক্লাব, লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল এসসিও দলবদলের বাজারে ছেড়ে কথা বলেনি। সব দলই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবার নিজ নিজ ক্লাব সাজিয়েছে।

পেশাদার ফুটবল লিগের গত আসরে ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া আবাহনী ক্লাব এবার দলবদলের কার্যক্রমটা সেরেছে শেষ দিনে। ২৬ জনের স্কোয়াড দিয়েছে তারা। সবশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলা পাঁচ খেলোয়াড় আছেন এই দলে। তিন ডিফেন্ডার তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা ও ওয়ালী ফয়সাল এবং মিডফিল্ডার মামুনুল ইসলাম ও স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন খেলবেন। নতুন করে দলটিতে যোগ দিয়েছেন তপু, মামুনুল ও জুয়েল রানা। বিদেশি খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো আবাহনীতে হাইতির ফরোয়ার্ড কেভিন বেলফোর্ট ও আফগানিস্তানের ডিফেন্ডার মাশি সাইগানিকে দেখা যাবে। এছাড়া নাইজেরিয়ার সানডের সঙ্গে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ও আছেন। মিডফিল্ডার ইমন বাবুর সঙ্গে দল ছেড়েছেন নাসিরউদ্দীন। গত আসরে দুর্দান্ত খেলা আবাহনীর লক্ষ্য এবারো শিরোপা জয়। তবে সে পথে এবার অনেক বাধা টপকাতে হবে তাদের। কারণ আসন্ন মৌসুমে সব দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। ৩৩ জনকে রেজিস্ট্রেশন করানো নবাগত ক্লাবটিতে আছেন জাতীয় দলের আট ফুটবলার। গত লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজকেও নিয়েছে তারা। আর আবাহনী থেকে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে উড়িয়ে এনেছে ইমন বাবুকে। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ড্যানিয়েল কলিনড্রেসকে এনেও চমক দেখিয়েছে ক্লাবটি। এবারের মৌসুমে সব শিরোপাতেই দৃষ্টি ক্লাবটির। তারকানির্ভর দল গড়তে গিয়ে বস্তায় বস্তায় টাকা খরচ করেছে ক্লাবটি।

এদিকে অনেকটা নীরবেই দলবদল শেষ করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার দলবদলের শেষ দিন সন্ধ্যায় শুধুমাত্র ফুটবলারদের নিয়ে বাফুফে ভবনে আসেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। সাদা-কালো শিবিরের অধিনায়কত্বের দায়িত্ব এবার তুলে দেওয়া হয়েছে জাহিদ হাসান এমিলির কাঁধে। পর্দার আড়ালে থেকে এমিলিই এবার মোহামেডানের দল সাজিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। মতিঝিলের ক্লাবটিতে এবার আতিকুর রহমান মিশু, তকলিছের সঙ্গে আছেন মিথুন চৌধুরী, লিঙ্কন, নিপ্পন, শরিফ, মানিকের মতো খেলোয়াড়রা। অভিজ্ঞদের সঙ্গে তরুণ প্লেয়ারও রাখা হয়েছে। পেশাদার লিগের ট্রফি জিততে না পারার আক্ষেপ এবারো পোড়াবে তাদের। কারণ আক্রমণভাগের দুর্বলতা খুব বেশি ভোগাতে পারে সাদা-কালোদের। বিদেশি কোটায় কিংসলে ও ল্যান্ডিংয়ের সঙ্গে এশিয়ান কোটায় জাপানিজ ফুটবলার ওরিয়াকুকে নেওয়া হয়েছে।

বসুন্ধরা কিংসের পর এবারের মৌসুমে দলবদলে চমক দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কাঁধে তুলে দেওয়া হয়েছে দলটির দায়িত্ব। তার নেতৃত্বেই ৩২ ফুটবলারের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সবশেষ জাতীয় দলে খেলা চার ফুটবলার আছেন দলটিতে। মধ্যমাঠকেই টার্গেট করে দল সাজিয়েছে সাইফ এসসি। জামাল ভূঁইয়ার সঙ্গে মিডফিল্ডে থাকছেন শাহেদ ও আল আমিন। আর আক্রমণভাগের তারকা হিসেবে রয়েছেন জাতীয় দলে খেলা জাফর ইকবাল ও জাভেদ খান। শেখ রাসেল ক্রীড়া চক্র এবারো মাঝারি মানের দল গঠন করেছে। জাতীয় দলের কোনো তারকা ফুটবলারকেই তারা দলে নিতে পারেনি। তারকা বলতে দলটির কোচ সাইফুল বারী টিটু। তাই শিরোপা লড়াইটা এবার জমে উঠবে প্রথম চার দলের মধ্যেই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads