• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পগবারর পক্ষ নিলেন লোরিস

ফ্রান্স ও টটেনহ্যামের গোলরক্ষক লোরিস

ছবি : ইন্টারনেট

ফুটবল

পগবারর পক্ষ নিলেন লোরিস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হুগো লোরিস বিশ্বাস করেন ফ্রেঞ্চ সতীর্থ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবার সাথে ট্রান্সফার ফি নিয়ে সঠিক আচরণ করা হয়নি। জুভেন্টাস থেকে ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দেবার পর থেকে পগবার পাফরমেন্সে ধারাবাহিকতার অভাব দেখা গেছে। ওই সময় রেকর্ড ফি’তে তার এই দলবদল নিয়ে দারুন সমালোচনা তৈরী হয়েছিল। এবারের মৌসুম বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার ইউনাইটেড বস হোসে মরিনহোর সাথে বিতর্কে জড়িয়ে পড়ার কারনে আবারো সকলের আলোচনায় আসেন পগবা।

যদিও সবকিছুর পরেও ফ্রান্স ও টটেনহ্যামের গোলরক্ষক লোরিস তার ২৫ বছর বয়সী জাতীয় দলের সতীর্থের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সব ম্যাচ দেখিনি। কিন্তু ইংল্যান্ডে পগবার একটি স্ট্যাটাস আছে। হতে পারে সেটা তার বিশাল ট্রান্সফার ফি’র কারনে। কিন্তু কখনো কখনো তাকে ঠিকমত বিচার করা হয়না। এখন সে অনেক বেশী পরিনত, সে জানে কিভাবে নিজেকে প্রমান করতে হবে। আমি বিশ্বাস করি মানুষ যেভাবে বলে তার থেকে ইউনাইটেডে তার পারফরমেন্স অনেক বেশী ভাল। ইউনাইটেড বাজে খেললেও সে সেই দলেরই একজন সদস্য। যদিও আমরা তাদের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স মোটেই আশা করিনা। তারা খুবই শক্তিশালী দল, অবশ্যই তারা আবারো নিজেদের যোগ্যতা দিয়েই ফিরে আসবে।’

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় পগবা চার গোল করেছেন। এর মধ্যে দুটি এসেছে প্রিমিয়ার লিগ থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads