• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কঠিন পরীক্ষায় মোহামেডান

সংগৃহীত ছবি

ফুটবল

কঠিন পরীক্ষায় মোহামেডান

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

ফেডারেশন কাপ দিয়ে আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে ফুটবল মৌসুম। গতকাল এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে, যেখানে মৌসুম শুরুর টুর্নামেন্টেই কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে ঢাকা মোহামেডান। খাতা-কলমের বিচারে শেষ আটে পা রাখার জন্য ডি গ্রুপে তাদের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। এই গ্রুপেই নবাগত বসুন্ধরা কিংস, নোফেল স্পোর্টিং ও শেখ জামালের সঙ্গে আছে সাদা-কালো শিবির।

নবাগত হলেও দেশি-বিদেশি খেলোয়াড় নিয়ে এবার দারুণ শক্তিশালী বসুন্ধরা কিংস। বসুন্ধরা, শেখ জামালকে পেছনে ফেলে এই গ্রুপ থেকে শেষ আটে ওঠা কঠিনই ঢাকা মোহামেডনের। ২২ অক্টোবর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট পিছিয়ে গেছে পাঁচ দিন। স্পন্সর জটিলতায় টুর্নামেন্ট পেছালেও বিষয়টিকে এড়িয়ে গেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্লাবগুলোর দাবি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাঁচ দিন ফেডারেশন কাপ পিছিয়ে দিয়েছি।’ ২৭ অক্টোবর থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মৌসুম শুরুর টুর্নামেন্ট। ১৩ দলকে চারটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। একটি বাদে প্রতিটি গ্রুপেই দলের সংখ্যা তিনটি। একটিতে খেলছে (গ্রুপ ডি) চারটি দল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর।

গতকাল অনুষ্ঠিত ড্রয়ে ‘সি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সঙ্গী শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে আরামবাগ ও রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসির। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল। মৌসুমের শুরুতেই ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কণ্ঠে লড়াইয়ের ইঙ্গিত, ‘যে গ্রুপে পড়ি না কেন, আমাকে পারফর্ম করে এগিয়ে যেতে হবে। প্রতিপক্ষ যতই কঠিন হোক, লড়াইয়ের বিকল্প নেই।’ শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন চুন্নু বলেন, ‘গ্রুপ পর্বে আমাদের একটা ম্যাচ বেশি খেলতে হবে। আমরা গ্রুপের শীর্ষে থাকতে চাই।’ নোফেল স্পোর্টিং ক্লাবের কোচ কামাল বাবু অবশ্য তেমন আশাবাদী নন, ‘আমাদের প্রস্তুতি মাত্র ১০ দিনের। এই কয়দিনের অনুশীলনে কতটা ভালো করতে পারব, তা নিয়ে সংশয় আছে।’ টুর্নামেন্টের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী নবাগত বসুন্ধরা কিংস। গ্রুপ নিয়ে ক্লাবটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, আমরা গ্রুপিং নিয়ে মোটেও চিন্তিত নই। মাঠে সেরাটা দিয়েই ফেডারেশন কাপের ট্রফি জিতে অভিষেকটা স্মরণীয় করে রাখতে চাই। এই গ্রুপের আরেক দল মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, টুর্নামেন্টে যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে। গ্রুপ কেমন হয়েছে, এটার দিকে না তাকিয়ে খেলার দিকে মনোযোগী হতে চাই।

ফেডারেশন কাপের গ্রুপিং
এ গ্রুপ : চট্টগ্রাম আবাহনী, আরামবাগ, রহমতগঞ্জ
বি গ্রুপ : সাইফ স্পোর্টিং, ব্রাদার্স, বিজেএমসি
সি গ্রুপ : আবাহনী, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা
ডি গ্রুপ : শেখ জামাল, বসুন্ধরা কিংস, মোহামেডান, নোফেল স্পোর্টিং

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads