• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মেসিহীন বার্সার এল ক্লাসিকো মহড়া

অনুশীলনের ফাঁকে নেইমার

সংগৃহীত ছবি

ফুটবল

মেসিহীন বার্সার এল ক্লাসিকো মহড়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

রোববার এল ক্লাসিকো। ন্যু ক্যাম্পে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণের ম্যাচ। কিন্তু লিওনেল মেসিকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচের বৈতরণী পাড়ি দিতে হবে কাতালানদের। ইনজুরি দর্শক বানিয়ে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। প্রাণভোমরাকে দলের বাইরে রেখে অগ্নিপরীক্ষায় বার্সা কীভাবে উত্তীর্ণ হবে তার একটা মহড়াই যেন হয়ে যাবে ন্যু ক্যাম্পে। চ্যাম্পিয়নস লিগে আজ স্প্যানিশ চ্যাম্পিয়নদের আতিথ্য নিতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পার্ক দেস প্রিন্সেসে স্বাগত জানাবে ন্যাপোলিকে। লিভারপুল সফরে যাবে ক্লাব ক্রভেনা জভেজদায় (রেড স্টার)।

ইউরোপ সেরার যুদ্ধের ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে বার্সা। লা লিগায় খারাপ সময়টা নিজেদের পিছু ছাড়ায় আগের চেয়ে অনেকটাই নির্ভার তারা। স্প্যানিশ লিগে টানা চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে তারকাসমৃদ্ধ দলটি। জিরোনা-লেগানেস-অ্যাথলেটিক বিলবাও-ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র-হার-ড্র-ড্রর পর ফর্মে থাকা সেভিয়াকে ৪-২ গোলে ধরাশায়ী করে কোচ আর্নেস্তো ভালভারদের দল শুধু লিগে হারানো পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাই নয়, সঙ্গে ফিরে পেয়েছে উবে যাওয়া আত্মবিশ্বাসটাও।

আজ রাতে লিগে নিজেদের পারফরম্যান্সের কথা না ভাবলেও চলবে বার্সার। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে একটা সময় ছন্দ হারিয়ে ফেললেও চ্যাম্পিয়নস লিগে কিন্তু দুরন্ত পারফরম্যান্সে নিজেদের রঙটা ঠিকই ধরে রেখেছিলেন মেসিরা। ইউরোপের আসরে নান্দনিক ফুটবলের পসরা ঠিকই সাজিয়ে গেছেন তারা। নিজেদের মাঠে পিএসভি আইন্দহোভেনকে উড়িয়ে দিয়েছিল ব্লুগ্রানা শিবির। পরের ম্যাচে লন্ডনের ওয়েম্বলি সফরে টটেনহ্যাম হটস্পারকে বধ করে আসে ৪-২ গোলে। মানে চ্যাম্পিয়নস লিগে এখনো পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ডটা আঁকড়ে আছে বার্সা।

কিন্তু যত চিন্তা ভিনগ্রহের মেগাস্টার মেসির অনুপস্থিতি নিয়ে। তার ডান হাতের হাড়ে যে চিড় ধরেছে। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর স্পার শিবিরের বিপক্ষে ক্ষুদে ফুটবল মহাতারকা ছড়ান জোড়া গোলের দ্যুতি। সৃজনশীল ফুটবল প্রতিভা মেসির ছিটকে যাওয়ায় বড় এক ধাক্কাই সামলাতে হবে লুইস সুয়ারেজ-ফিলিপে কুতিনহোদের। স্প্যানিশ-ইতালিয়ান দুই জায়ান্ট ক্লাবের সপ্তমবারের মুখোমুখি লড়াইয়ে আজ যারা জিতবে গ্রুপ ‘বি’ থেকে তারাই অনেকটা এগিয়ে যাবে শেষ ষোলো পর্বের পথে। সিরি-এ-তে শুরুতে খারাপ খেললেও এখন দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে ইন্টার। ইতালিয়ান লিগে টানা পাঁচ ম্যাচ জেতার অভিজ্ঞতাই বার্সার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে তাদের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সম্মানজনক আসরে ইন্টার জয়রথ চেপে ছুটে চলেছে লক্ষ্য ছোঁয়ার আকাশচুম্বী আকাঙ্ক্ষা নিয়ে। বার্সার মতো তারাও হারিয়ে দিয়েছে টটেনহ্যাম আর আইন্দহোভেনকে। মোদ্দা কথা, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জমজমাট শ্বাসরুদ্ধকর একটি ম্যাচই অপেক্ষা করছে বার্সার জন্য। কিন্তু বিন্দুমাত্র ভুল করলে তো চলবে না। এল ক্লাসিকোর আগে জয়ের ধারায় যে থাকতেই হবে তাদের।

তবে বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে পরিসংখ্যান। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার হারের রেকর্ড হাতেগোনা কয়েকটা। ২০১৩ সালে সবশেষ হারের পর বার্সা খেলে ফেলেছে ২৭টি ম্যাচ। গত পাঁচ আসরে গ্রুপ পর্বে কখনো হারেনি বার্সা। এপ্রিলে রোমার কাছে কোয়ার্টার ফাইনালে হার ১২ ইউরোপিয়ান ম্যাচে তাদের একমাত্র হার। টানা তিন মৌসুম শেষ আট থেকে বিদায় নিলেও সন্দেহ নেই এবার তারা টুর্নামেন্টের শিরোপা জয়ের দৌড়ে টপ ফেভারিট। তার চেয়ে বড় কথা, ইউরোপিয়ান আসরে ইন্টারের বিপক্ষে ছয় ম্যাচ খেলে তিনটি জয় ছিনিয়ে নিয়েছে বার্সা। বিপরীতে হার মেনেছে মাত্র একটি ম্যাচে। বাকি দুটি ম্যাচ ছিল অমীমাংসিত।

 

এক নজরে

ক্লাব ব্রাগে-মোনাকো

পিএসভি-টটেনহ্যাম

বার্সেলোনা-ইন্টার মিলান

বরুশিয়া ডর্টমুন্ড-আটলেটিকো মাদ্রিদ

গালাতাসারে-শালকে

লিভারপুল-ক্রভেনা জভেজদা

লোকোমোটিভ মস্কো-পোর্তো

পিএসজি-ন্যাপোলি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads