• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মেসিহীন বার্সার সহজ জয়

দর্শক সারিতে লিওনেল মেসি

ছবি : ইন্টারনেট

ফুটবল

মেসিহীন বার্সার সহজ জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৮

আর্জেন্টাইন বিশ্ব তারকা লিওনেল মেসি নেই তো কী হয়েছে, বার্সেলানার জয়ের ধারা পাল্টায়নি। লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মধ্যমণি মেসি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচের আগে যা চিন্তায় রেখেছিল বার্সেলোনা থিঙ্কট্যাঙ্ককে। কিন্তু বুধবার মেসিকে ছাড়াই ম্যাচে ইতালির ক্লাবটির বিরুদ্ধে ২-০ গোলের সহজ জয় তুলে নিল বার্সা। আর স্ট্যান্ডে বসে ঘরের মাঠে দলের জয় তারিয়ে তারিয়ে উপভোগ করলেন লিও মেসি।

ম্যাচের শুরুতে বার্সা রক্ষণে কয়েকবার হানা দিয়ে যান পেরিসিচ। তবে বল নিজেদের দখলে রেখে টানা আক্রমণ চালান বার্সা ফুটবলাররা। ফলও মিলে যায় হাতেনাতে। ৩২ মিনিটে লুইস সুয়ারেজের ডিফেন্সচেরা ক্রস থেকে গোল করা ছাড়া আর কোনো উপায় ছিল না বুধবারের ম্যাচে মেসির পরিবর্ত হিসেবে মাঠে নামা রাফিনহার। এরপরও বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়িয়ে নিতেই পারত কাতালান ক্লাবটি। যদিও তা হয়ে ওঠেনি। সুতরাং এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ভালভার্দের ছেলেরা।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে তৎপর হয়ে ওঠে ইন্টার। বদলি হিসেবে নামা কান্দ্রেভা দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খুব কাছাকাছি চলে যান। একটি ক্ষেত্রে ত্রাতা হয়ে ওঠেন বার্সা গোলরক্ষক টার স্টেগান। কান্দ্রেভার আরেকটি ক্লোজ রেঞ্জ শট বার উঁচিয়ে মাঠের বাইরে চলে যায়।

এরপর পাল্টা আক্রমণ শুরু করে সুয়ারেজের নেতৃত্বাধীন বার্সার আক্রমণভাগ। বেশ কিছু সুযোগ তৈরি করে নেয় তারা। ৬৯ মিনিটে কুতিনহোর একটি প্রয়াস পোস্টে লেগে প্রতিহত হয়। তবে ৮৩ মিনিটে বার্সার আক্রমণের চাপে ফের নতিস্বীকার করে ইন্টার মিলান রক্ষণ। রাকিটিচের পাস থেকে এক্ষেত্রে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডি আলবা। ওখানেই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার জয়। এই জয়ের ফলে টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র শীর্ষে রইলেন সুয়ারেজ-কুতিনহোরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads