• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এক ম্যাচ খেলেই নায়ক মেহেদী

গোলরক্ষক মেহেদী হাসান

সংগৃহীত ছবি

ফুটবল

এক ম্যাচ খেলেই নায়ক মেহেদী

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

নেপালে চলতি সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলে জায়গা পেলেও একাদশে ঠাঁই হচ্ছিল না গোলরক্ষক মেহেদী হাসানের। দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দলে থাকা এ কিশোর ছিলেন একটি সুযোগের অপেক্ষায়। নিজেকে প্রমাণের জন্য একটি ম্যাচই তো যথেষ্ট! আর সে সুযোগটা এসে যায় দলের মূল গোলরক্ষক মিতুল সরকার মারমা লাল কার্ড দেখায়। গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে স্বাগতিক নেপালের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মিতুল। তাই সেমিফাইনালে পোস্টের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়ে যান মেহেদী। গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে মাঠে নেমেই বাজিমাত করে দিয়েছেন মিতুল সরকার। তার বীরত্বেই ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাস্ত করে আবারো সাফ শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।

২০১৫ সালে সিলেটে এই ভারতকে টাইব্রেকারে হারিয়েই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জিতেছিলেন বাংলাদেশের কিশোররা। অতীত সুখস্মৃতি নিয়েই মাঠে নেমেছিল লাল-সবুজরা। ম্যাচের মূল সময় ১-১ গোলে ড্র ছিল। তাই টাইব্রেকারে মীমাংসা করতে হয় ম্যাচের ভাগ্য। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে ভারতের প্রথম দুটি শটই ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মেহেদী হাসান। আর তাতেই প্রসারিত হয়ে যায় ফাইনালে যাওয়ার রাস্তা। টাইব্রেকারে বাংলাদেশের চারজনই নিশানা ভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ গোলের সঙ্গে সঙ্গেই সতীর্থরা মেহেদীকে কাঁধের ওপর তুলে নাচতে শুরু করেন। এক ম্যাচ খেলেই নায়ক বনে যান তিনি। তবে ফাইনালে কোচ আনোয়ার পারভেজ গোলবারের নিচে কাকে নামাবেন সেটা নিয়ে অবশ্যই মধুর সমস্যা সৃষ্টি করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads