• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রংপুর-রাজশাহীর ড্র

জাতীয় ক্রিকেট লিগের লোগো

সংগৃহীত ছবি

ফুটবল

রংপুর-রাজশাহীর ড্র

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে রংপুর বিভাগের সঙ্গে ড্র করেছে রাজশাহী বিভাগ। চতুর্থ দিন জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে রাজশাহী। ৬৬ রানে সাব্বির হোসেন ও ৫০ রানে অপরাজিত থাকেন ফরহাদ হোসেন। দুটি উইকেটই নেন শুভাশিষ রায়। তার আগে ৮ উইকেট ১৮৬ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে রংপুর বিভাগ। ধীমান ঘোষ ৫১ রানের সঙ্গে মাহমুদুল হাসান করেন ৪৫। রংপুরের প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন সানজামুল ইসলাম। দেলোয়ার হোসেনও শিকার করেন চার উইকেট। প্রথম ইনিংসে রংপুরের ৩৩৬ রানের জবাবে রাজশাহী তোলে ২৪৮ রান।

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দ্বিতীয় স্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে কক্সবাজারে প্রথম তিন দিন খেলাই হয়নি। তবে চতুর্থ দিন খেলা গড়িয়েছিল মাঠে। খেলা হয় সর্বসাকুল্যে ১৩ ওভার। সিলেট ১ উইকেট হারিয়ে ২৬ রান তুললে দুই দল ড্র মেনে নেয়। একমাত্র উইকেটটি নেন ইরফান হোসেন। বৃষ্টির কারণে প্রথম স্তরের বরিশাল ও খুলনা বিভাগের ম্যাচটি পণ্ড হয়ে যায়। একটি বলও গড়ায়নি মাঠে। আর দ্বিতীয় স্তরে ঢাকা বিভাগ তিন দিনেই ১৬১ রানে জিতে যায় ঢাকা মেট্রোর বিপক্ষে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads