• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শিরোপায় চোখ কিশোরদের

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাস্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে অনুশীলনে কিশোর ফুটবলাররা

ছবি : সংগৃহীত

ফুটবল

শিরোপায় চোখ কিশোরদের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশ। আজ ট্রফি নির্ধারণী ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলার কিশোররা। নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় শুরু হবে এ দ্বৈরথ। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে হারানোর কারণে দলের সবার আত্মবিশ্বাসের পারদটা এখন বেশ ঊর্ধ্বমুখী। তাই পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলেই নিজেদের লক্ষ্য পূরণ করতে চাইছে।

চলতি এ আসরের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক নেপালকে ধরাশায়ী করে যাত্রা শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল আনোয়ার পারভেজের শিষ্যরা। সেমিফাইনালের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নেমে শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলার কিশোররা। ১-০ গোলে জয়ের প্রস্তুতি নিতে শুরু করা ভারতকে হতাশ করে ম্যাচের অতিরিক্ত সময়ে আশিকুরের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে ভারতকে পরাস্ত করে ফাইনালে পা রাখে বাংলাদেশ। ম্যাচ জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক মেহেদী হাসান। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই শিরোপার লড়াইয়ে পৌঁছেছে দল।

তাই উচ্ছ্বাসটা একটু বেশিই গোলরক্ষক মেহেদীর, ‘আমরা ফাইনালে উঠেছি। এটা খুশির সংবাদ। তবে এখনই চূড়ান্ত আনন্দের কিছু নেই। ফাইনাল এখনো বাকি আছে। এই ম্যাচ জিততে পারলে বাংলাদেশের পতাকা বিদেশের মাটিতে ওড়াতে পারব। আমাদের এখন মূল লক্ষ্য শিরোপা জয়। যেকোনো কিছুর বিনিময়ে ফাইনাল জিততে চাই।’

বাংলাদেশের কোচ আনোয়ার পারভেজের মতে, ‘ভারত শক্ত প্রতিপক্ষ ছিল। তবে ধারার বিপরীতে গোল খেতে হয়েছে। তারপরও খেলোয়াড়রা নির্দেশনা অনুযায়ী খেলেছে। এরই ধারাবাহিকতায় ম্যাচের শেষদিকে গোল এসেছে। তবে আরো গোলের সুযোগ পেয়েছিলাম, কিন্তু হয়নি। টাইব্রেকারে গোলরক্ষক মেহেদী ভালো করেছে। অন্যরা গোল করতে পেরেছে। আমার বেশ ভালো লাগছে।’

দলের এক নম্বর গোলরক্ষক মিতুল সরকার মারমা নেপালের বিরুদ্ধে লাল কার্ড দেখায় সেমিফাইনালে মাঠে নামতে পারেননি। তার স্থলাভিষিক্ত হয়েই বাজিমাত করেছেন মেহেদী। দলের স্বার্থে এখন গোলপোস্টের নিচে মেহেদী না মিতুল খেলবেন, সেটা এখনো পরিষ্কার করেননি কোচ আনোয়ার পারভেজ, ‘এটা মধুর সমস্যা। আশা করি ভালো একটা সিদ্ধান্ত নেব দলের স্বার্থে।’ পাকিস্তানকে সমীহ করে তিনি বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। পাকিস্তান দল হিসেবে বেশ শক্তিশালী। তারা গ্রুপ পর্ব ও সেমিফাইনালে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। তবে আমরাও পুরোপুরি প্রস্তুত লড়াইয়ের জন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads