• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কিংসলেতে মোহামেডানের স্বস্তি

চিগুজির জোড়া গোলে মোহামেডানের জয়

ছবি : সংগৃহীত

ফুটবল

কিংসলেতে মোহামেডানের স্বস্তি

শেখ জামাল বসুন্ধরা ম্যাচ ড্র

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

নবাগত নওফেল এসসির কাছে হারলেই বাদ। এমন সমীকরণের ম্যাচে ঠিকই জয় তুলে নিয়ে মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান এসসি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগুজির জোড়া গোলে স্বস্তি ফিরেছে ক্লাবপাড়ার দলটিতে। নবাগতদের বিরুদ্ধে ২-০ গোলে পরাস্ত করে শেষ আটের লড়াইটা বেশ জমিয়ে তুলেছে সাদা-কালোরা। কারণ গ্রুপ ‘ডি’তে রয়েছে চার দল। মোহামেডান নিজেদের প্রথম ম্যাচে ২-৫ ব্যবধানে হেরেছিল আরেক নবাগত বসুন্ধরা কিংসের কাছে। ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট জমা হলো তাদের ঝুলিতে। আর টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে নওফেল। তাদের আর কোনো আশা নেই। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের কাছে ০-১ গোলে হেরেছিল নওফেল। একই গ্রুপের অপর ম্যাচে পয়েন্ট ভাগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বসুন্ধরা কিংস। এ ড্রয়ে দু’দলের ঝুলিতে জমা হলো ৪ পয়েন্ট করে। শেষ ম্যাচে জয় পেলে দু’দলই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

দুই দিন বিরতি শেষে গতকাল ফের মাঠে গড়ায় ফেডারেশন কাপ। শুরু থেকেই মোহামেডানকে চেপে ধরেছিল নবাগত দলটি। কিন্তু একের পর আক্রমণ করেও গোলের মুখ দেখেনি দলটি। ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় হতাশ হতে হয় তাদের। উল্টো ৬৯ মিনিটে লিড নেয় সাদা-কালোরা। ডি বক্সের ভেতরে ল্যান্ডিং ডারবুর থ্রু পাস নওফেলের রক্ষণভাগের খেলোয়াড় ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে অনেকটা ফাঁকায় বল পেয়ে যান মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগুজি। বল ধরেই ডান পায়ের শটে নওফেলের জাল কাঁপান তিনি (১-০)।

পরের মিনিটেই কিংসলে চিগুজি ব্যবধান দ্বিগুণ করেন। এবার হেডের সাহায্যে নিশানা ভেদ করেন এ নাইজেরিয়ান (২-০)। কিংসলের জোড়া গোলেই জয়ের স্বস্তি নিয়ে ক্লাবে ফিরে যায় মোহামেডান। 

দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী শেখ জামাল ও বসুন্ধরা কিংস। এ ম্যাচে জয় পায়নি কোনো দল।

ম্যাচের আট মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভিনিসিয়াস গোল করে উৎসবে মাতিয়ে তুলেছিলেন (১-০)। তবে সে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি নবাগতরা। মাত্র ৪ মিনিটের ব্যবধানেই ম্যাচে সমতা ফিরিয়ে আনে শেখ জামাল। পয়েন্ট ভাগের গোলটি করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন। বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে নিশানা ভেদ করেন তিনি (১-১)। শেষ পর্যন্ত ড্রয়ের সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads