• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আজই ফিরছেন মেসি!

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে মেসি

ছবি : ইন্টারনেট

ফুটবল

আজই ফিরছেন মেসি!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

হাত ভেঙে বসে আছেন লিওনেল মেসি। এখনো শতভাগ ফিট নন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। কিন্তু দোরগোড়ায় কড়া নাড়ছে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের আগে ব্লুগ্রানা শিবির নিজস্ব টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে চমক জাগানিয়া এক খবর, চিকিৎসকদের সব ধরনের ছাড়পত্র ছাড়াই আজকের ইউরোপিয়ান ম্যাচে প্রাণভোমরাকে দলে রেখেই মাঠে নামছে বার্সেলোনা। ইনজুরি নিয়ে মেসি ম্যাচ খেলে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। ভাঙা হাত নিয়েই বুধবার অনুশীলনে ফেরেন মেসি। আর এখন বার্সেলোনার স্কোয়াডের সঙ্গে যাচ্ছেন ইন্টার মিলান সফরে। তবে কোচ এর্নেস্তো ভালভারদে তার খেলার বিষয়টি উড়িয়েও দেননি। আবার মেসি একটু চটজলদি দলে ফেরায় ভুগছেন দুশ্চিন্তায়।

২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচ চোট পান মেসি। চোট নিয়ে সুপারস্টার মেসি দর্শক হয়েছিলেন চার ম্যাচে। সব ধরনের প্রতিযোগিতা মিলে চার ম্যাচই জিতে নিয়েছে মেসিহীন বার্সা। তার মধ্যে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ইন্টার মিলানকেও হারিয়েছে কাতালান শিবির।

ইউরোপ সেরার লড়াইয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষে আছে বার্সা। তাদের পরেই রয়েছে ইন্টার। টুর্নামেন্টের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করার লড়াইয়ে নামছে দুই দল। নিজেদের তারকা গোলমেশিন মেসিকে ছাড়াই কোচ ভালভারদের দল আছে দুরন্ত ফর্মে। ইন্টারের পর ঘরের মাঠে এল ক্লাসিকোতে চিরশত্রু রিয়াল মাদ্রিদকে (৫-১) উড়িয়ে দিয়ে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে।

মেসির অনুপস্থিতিতেই কোপা দেল রে আর স্প্যানিশ লিগে এসেছে আরো দুটি জয়। জয় দুটি এসেছে কালচারাল লিওনেসা ও রায়ো ভায়োকানোর বিপক্ষে। তার মানে জয়রথ চালিয়ে যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ছিনিয়ে নিয়েছে খুইয়ে ফেলা পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা। দ্বিতীয় স্থানে থাকা আটলেটিকো মাদ্রিদের চেয়ে পরিষ্কার চার পয়েন্টে এগিয়ে এখন তারা। তার ওপর দলে ফিরেছেন ধ্রুবতারা মেসি। তাই ইন্টার ও আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের আগে দলের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী।

সাবেক বার্সা প্রেসিডেন্ট জোয়ান গাসপার্টের বিশ্বাস, পুরোপুরি ফিট না হলে ভালভারদের উচিত হবে ইন্টারের বিপক্ষে মেসিকে নিয়ে ঝুঁকি না নেওয়া, ‘খেলার সিদ্ধান্তটা মেসির নিজেকে নেওয়া উচিত। মেডিকেল স্টাফদের মতো আমিও তার মতো বিশ্বসেরা খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতাম না। ভালভারদে সুবিবেচকের মতোই বলেছেন, মেসিকে আমাদের দরকার। কিন্তু আমরা ইনজুরির পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছি না। মেসি নিজের যত্ন নিচ্ছে। অনুশীলনটাও চালিয়ে যাচ্ছে। এটা ভালো এ কারণে যে যখন সে ফিট হয়ে যাবে তখন নিখুঁত ফিটনেসের মেসিকেই মাঠে পাওয়া যাবে।’

অন্যদিকে কোচ লুচিয়ানো স্পালেত্তির ইন্টার সিরি-এ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে  এখন বেশ উজ্জীবিত। বার্সেলোনার মাঠে ২-০ গোলে হারের মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই আজ নিজেদের মাঠ সান সিরোতে নামছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। আর বার্সা স্বপ্ন দেখছে ইন্টার মিলানকে হারিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করার। আজ জিতলেই বার্সা উঠে যাবে পরের রাউন্ডে। মানে শেষ ষোলো পর্বে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads