• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
না জিতেও নকআউটে বার্সেলোনা

গ্যালারিতে বসে নিজ দলের খেলা দেখছেন মেসি

সংগৃহীত ছবি

ফুটবল

না জিতেও নকআউটে বার্সেলোনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইতালির ক্লাব ইন্টার মিলানের সঙ্গে মঙ্গলবার রাতের ম্যাচে জিততে জিততে ড্র করে স্প্যানিশ জায়ান্ট বার্সোলানা। টানা সুযোগ নষ্ট করার পর ম্যাচের শেষ দিকে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ইন্টার মিলান জিততে দিল না তাদের। প্রথম তিন ম্যাচ জেতা বার্সেলোনা হোঁচট খেল প্রতিপক্ষ দলের মাঠ সান সিরোতে। ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এবারের আসরে প্রথম ড্র করলেও ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে চলে গেছে বার্সেলোনা। টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে পিএসভি আইন্দহোভেনকে হারিয়েছে। প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে বার্সার গ্রুপে তিন নম্বরে স্পাররা। আর ৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার।

গ্রুপের চতুর্থ ম্যাচের দলের সঙ্গে ইতালিতে গিয়েছিলেন লিওনেল মেসি। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে ফিটনেস না থাকায় তাকে দলে রাখেননি বার্সা কোচ। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়াই দারুণ সম্ভাবনাময় শুরু করে কাতালান জায়ান্টরা। কিন্তু বাদ সাধেন ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচ। ২ মিনিটে উসমান দেম্বেলের বাঁ পায়ের শট রুখে দেন তিনি। ইভান রাকিটিচের বাড়িয়ে দেওয়া বলে ঠিক বক্সের সামনে থেকে শট নেন লুইস সুয়ারেজ। ১২ মিনিটের ওই চেষ্টা হয় লক্ষ্যভ্রষ্ট।

২২ মিনিটে উরুগুয়েন ফরোয়ার্ড সুয়ারেজের আড়াআড়ি শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। ৯ মিনিট পর দেম্বেলের কর্নার থেকে পিকের নিচু হেডে ব্যাকপোস্টে বল পান সুয়ারেজ। আবারো লক্ষ্যভ্রষ্টের হতাশায় ডুবতে হয় তাকে।

হান্দানোভিচ বিরতির আগে দুইবার দারুণ সেভে বার্সাকে এগিয়ে যেতে দেননি। স্লোভেনিয়ান গোলরক্ষক ৩৭ মিনিটে ফিলিপে কুতিনহোকে রুখে দেন। তারপর ৪২ মিনিটে সুয়ারেজকে ব্যর্থ করেন।

বিরতির পর ৫২ মিনিটে ক্ষিপ্রতার সঙ্গে ঠেকিয়ে দেন হান্দানোভিচ। দুই মিনিট পর পিকের ওভারহেড কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৫৮ মিনিটে দেম্বেলের কর্নারকে অল্পের জন্য লক্ষ্যে পাঠাতে পারেননি লেঙ্গলেট। দেম্বেলের ৬৭ মিনিটের শক্তিশালী শট রুখে আবারো ইন্টারকে রক্ষা করেন হান্দানোভিচ। দুই মিনিট পর ইন্টারের সুযোগ নষ্ট করে দেন পিকে ও সার্জি রবের্তো। ইভান পেরিসিচের চেষ্টা লক্ষ্যভ্রষ্ট করেন তারা সাফল্যের সঙ্গে।

৮১ মিনিটে দেম্বেলের বদলি হয়ে মাঠে নামার দুই মিনিট পর বার্সাকে এগিয়ে দেন ম্যালকম। কুতিনহোর বানিয়ে দেওয়া বলে বার্সার জার্সিতে প্রথম গোল করেন এ ব্রাজিলিয়ান। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি কাতালান জায়ান্টরা। ৮৭ মিনিটে ভেসিনোর শট লেঙ্গলেট ঠেকালেও ফিরতি শটে মাউরো ইকার্দি লক্ষ্যভেদ করেন মার্ক আন্দ্রে টের স্টেগেনের পায়ের নিচ দিয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads