• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
রোনালদোর ম্যাচে উৎসবে ম্যানইউ

রোনালদো অপ্রতিরোধ্য থাকলেও তার দল জুভেন্টাস জিততে পারেনি

সংগৃহীত ছবি

ফুটবল

রোনালদোর ম্যাচে উৎসবে ম্যানইউ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

তারকা ফুটবলার হিসেবে তার বেড়ে ওঠার গোড়াপত্তন ম্যানচেস্টার ইউনাইটেডে। নিজের সেই পুরনো ঠিকানায় কিছুদিন আগে বেড়িয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ড সফরে গোলের দেখা মেলেনি। তবে দল জুভেন্টাস ঠিকই জয় নিয়ে ফিরেছে। ঘরের মাঠে পুরনো ক্লাবের বিপক্ষে গোলের সেই আক্ষেপ মেটালেন পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী। তবে তার দলকে এবার হার মানতে হলো। আলিয়াঞ্জ স্টেডিয়ামে জুভেন্টাস হতবাক হলো শেষ পাঁচ মিনিটে ম্যানইউর দুই গোলে। তুরিনে ২-১ গোলে শুধু নাটকীয় জয়ই পায়নি ম্যানইউ, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠার সুযোগও জিইয়ে রইল হোসে মরিনহোর দলের।

ম্যাচ শেষ হতে তখনো মিনিট পাঁচেক বাকি। ১-০ গোলে জয়ের স্বপ্ন বুনে চলেছে জুভেন্টাস। কিন্তু হঠাৎ হুয়ান মাতার বাঁকানো ফ্রি-কিক স্বাগতিকদের জালে ঠিকানা খুঁজে নিলে স্বপ্নটা ভেঙে যায় কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের। শেষ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের সেটপিচ ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো ভুল করে নিজেদের জালেই জড়িয়ে দিলে রাতটা দুঃস্বপ্ন হয়ে দেখা দেয় জুভ শিবিরের সামনে।

তার আগে অবশ্য জ্বলে উঠে পর্তুগিজ মহাতারকা বোকা বানান ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে। ৬৫ মিনিটে লিওনার্দো বনুচ্চির লম্বা পাস তার কাঁধ পেরিয়ে যেতেই চোখধাঁধানো এক ভলিতে পিছিয়ে দেন পুরনো ক্লাবকে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল পেতেই ধরে নেওয়া হয়েছিল, ছন্দময় ফুটবলের জাদুতে রাতটি রোনালদোময়ই হতে চলেছে। কিন্তু শেষ দিকে ম্যাচের সেই আবহ দূর দিগন্তে যেন মিলিয়ে যায়।

তবে ম্যানচেস্টার ইউনাইটেডের অবিস্মরণীয় জয়ের পর ধৈর্য হারিয়ে বিতর্কের জন্ম দেন স্পেশাল ওয়ান কোচ মরিনহো। কান চেপে ধরে ইতালিয়ান ভক্তদের দিকে মুখ বাকিয়ে দাঁত বের করে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় দাঁড়িয়ে যান পর্তুগিজ কোচ। দাঁত খিঁচানো এমন কাণ্ডের প্রতিবাদ করে তার সঙ্গে বাগযুদ্ধে জড়ান জুভ ডিফেন্ডার বনুচ্চি। তবে ম্যাচ শেষে স্বীকার করেন এমনটা করা উচিত হয়নি তার।

উল্লাস করতে পারত জুভেন্টাস। সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় তা আর হয়ে ওঠেনি। হারের তেতো স্বাদ হজম করেও ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান এখনো অক্ষুণ্ন রেখেছে জুভেন্টাস। আর ইউরোপিয়ান আসরের আগের ম্যাচের হারের মধুর প্রতিশোধ নিয়েও দ্বিতীয় স্থানে ইংলিশ লিগ ক্লাবটি। জুভদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকলেও ইয়ং বয়েজকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া থেকে পরিষ্কার দুই পয়েন্টে এগিয়ে ম্যানইউ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads