• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ইংল্যান্ডের মোকাবেলা আজ সালমাদের

সংগৃহীত ছবি

খেলা

ইংল্যান্ডের মোকাবেলা আজ সালমাদের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

বাংলাদেশের মহিলা দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের শুরুটা মোটেও ভালো হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানের হার দিয়ে বিশ্বকাপ শুরু হয় বাংলাদেশের। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে লাল-সবুজের দলটি। টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। গ্রস আইলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় ম্যাচটি শুরু হবে। 

এর আগে গায়ানায় প্রথম ম্যাচে বাংলাদেশ দল বোলিংয়ে মোটামুটি ভালো করলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুক্ষে ব্যাটিংয়ে ছিল পুরোপুরি ব্যর্থ। জাহানারা, রুমানাদের চমৎকার বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জাহানারা ৩টি, রুমানা আহমেদ ২টি, সালমা ও খাদিজা তুল কুবরা ১টি করে উইকেট শিকার করেন। কিন্তু জয়ের জন্য মাত্র ১০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। ১৪.৪ ওভারে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই সর্বনিম্ন রান বাংলাদেশের। অথচ একটু ধীরস্থিরভাবে ব্যাটিং করলে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখাতে পারতেন সালমারা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের মহিলা দল এর আগে দুটি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচেই হেরেছে তারা। প্রথম ম্যাচে হারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের হারের রেকর্ড শতভাগ। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বের অন্য সব দলের বিরুদ্ধে কমবেশি জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া তারা ভারতের বিপক্ষে ৯ হারের পাশাপাশি ২ জয়, আয়ারল্যান্ডের সঙ্গে ৩ হারের পাশাপাশি ৫ জয়, মালয়েশিয়ার সঙ্গে ১ জয়, নেদারল্যান্ডসের বিপক্ষে ১ জয়, পাকিস্তানের বিরুদ্ধে ১১ হারের বিপরীতে ১ জয়, পাপুয়া নিউগিনির সঙ্গে ১ জয়, স্কটল্যান্ডের বিপক্ষে ১ জয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ হারের পাশাপাশি ১ জয়, শ্রীলঙ্কার সঙ্গে ২টি করে হার ও জয়, থাইল্যান্ডের বিরুদ্ধে ১ জয়, আরব আমিরাতের সঙ্গে ১ জয় রয়েছে বাংলাদেশের। 

এবার ইংল্যান্ডকে হারিয়ে তাদের বিপক্ষে প্রথম জয় পেতে চায় বাংলাদেশ। বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিং করতে পারলে জয় খুব একটা কঠিনও নয়। যদিও তুলনামূলকভাবে ইংল্যান্ড শক্তিশালী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads