• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মেসিদের দুঃস্বপ্নের রাত রিয়ালের বড় জয়

জোড়া গোল করওে দলের হারে হতাশ মেসি-

ছবি : ইন্টারনেট

ফুটবল

মেসিদের দুঃস্বপ্নের রাত রিয়ালের বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

হাতের ইনজুরি কাটিয়ে মাঠের লড়াইয়ে ফিরবেন ফিরবেন করে ফেরা হচ্ছিল না লিওনেল মেসির। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলান সফরে স্কোয়াডে তার নাম থাকলেও বসে ছিলেন দর্শক সারিতে। এবার রিয়াল বেটিসের বিপক্ষে ঠিকই ফিরলেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। ফেরার দিনক্ষণ রাঙিয়ে দিতে জাদুকরী ফুটবলের ছন্দ ছড়িয়ে পেলেন জোড়া গোল। কম তো নয়। ২২ দিন পর ফেরা বলে কথা! কিন্তু ফেরার দিনে মেসির দেখানো নৈপুণ্য ছাপিয়ে গেল প্রতিপক্ষ রিয়াল বেটিসের সুনিপুণ পারফরম্যান্সের ঢেউয়ের তোড়ে। বার্সেলোনাও হেরে গেছে ৩-৪ গোলে। তবে তাদের চিরশত্রু রিয়াল মাদ্রিদ ঠিকই ৪-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে সেল্টা ভিগোর বিপক্ষে।

নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দুই বছরের মধ্যে এই প্রথম ধরাশায়ী হলো বার্সা। সবশেষ ঘরের মাঠে কাতালানরা হারের তেতো স্বাদ হজম করে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর, আলাভেসের বিপক্ষে ২-১ গোলে। রোববার রাতে পুরনো সেই দুঃস্বপ্নের পুনর্মঞ্চায়ন দেখল বার্সা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। জুনিয়র ফিরপো বেটিসকে আশ্চর্যজনকভাবে লিড এনে দেন। বিরতিতে যাওয়ার আগে গোল ব্যবধান দ্বিগুণ করেন বর্ষীয়ান ফুটবলার জোয়াকুইন।

মরিয়া হয়ে খেলেও ৬৭ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি বার্সা। পরের মিনিটেই পেনাল্টির সুযোগ পেয়ে একটি গোল শোধ করে কোচ এর্নেস্তো ভালভারদের শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন গোলমেশিন মেসি। কিন্তু মার্ক-আন্দ্রে টার স্টেগেনের ভুলে জিওভানি লো সেলসো সফরকারী বেটিসের স্কোর শিটে যোগ করেন তৃতীয় গোল। আর্তুরো ভিদালের গোলে আশা ফিরে পায় স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সা। ৮১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে ইভান রাকিটিচ মাঠ ছাড়লে বুঝতে বাকি থাকেনি রাতটি বার্সার নয়। সার্জিও ক্যানালেস বেটিসের হয়ে চতুর্থ গোল করে আরো ভয় ধরিয়ে দেন স্বাগতিক শিবিরে। শেষে ইনজুরি টাইমে সান্ত্বনাসূচক নিজের দ্বিতীয় গোল করেন ভিনগ্রহের ফুটবলার মেসি।

ন্যু ক্যাম্পে আগের আট সফরে খালি হাতে ফেরেছিল বেটিস। এবারের জয়টা এলো দুই দশকেরও বেশি সময় পর। সুবাদে উঠে এসেছে তালিকার ১২তম স্থানে। হারলেও স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকায় সেভিয়া, আটলেটিকো মাদ্রিদ ও দেপোর্তিভো আলাভেসের চেয়ে এক পয়েন্টে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে বার্সা (২৪ পয়েন্ট)।

অন্যদিকে সেল্টা ভিগোর মাঠে জয় পেতে রীতিমতো ‘যুদ্ধ’ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে জয় দিয়ে লা লিগার শীর্ষ দল বার্সা থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে চারে নিয়ে এসেছে সান্টিয়াগো বার্নাব্যু শিবির। এখন রয়েছে ষষ্ঠ স্থানে। এ নিয়ে আপৎকালীন কোচ সান্টিয়াগো সোলারির অধীনে চার ম্যাচের সবকটিতেই জয় পেল টানা তিনবারের ইউরোপ সেরার দলটি।

লুকা মডরিচের পাস পেয়ে অতিথি রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ফরাসি স্ট্রাইকারের অন্য একটি শট পোস্টে লেগে ফিরলে তা ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল ভুলে নিজেদের জালেই জড়িয়ে দেন। দুরন্ত ভলিতে একটি গোল শোধ করেন সেল্টার হুগো মালো। পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১-এ নিয়ে যান সার্জিও রামোস। পরে স্বাগতিকদের মন ভেঙে দেন ড্যানি সেবালোস। ম্যাচ শেষের তিন মিনিট আগে লাল কার্ড দেখেন কাব্রাল। তবে ইনজুরি টাইমে সান্ত্বনার আরো একটি গোল করেন ব্রাইস মেন্ডেজ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads