• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ-নেপাল মুখোমুখি

লোগো অলিম্পিক

ফুটবল

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

অনেক স্বপ্ন নিয়ে অলিম্পিক নারী ফুটবলের বাছাই পর্বে খেলতে যায় বাংলাদেশ দল। কিন্তু গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচেই শোচনীয় হারে সব সম্ভবনাই নষ্ট হয়ে গেছে। প্রথম ম্যাচে ০-৫ গোলে স্বাগতিক মিয়ানমারের কাছে এবং দ্বিতীয় ম্যাচে ১-৭ গোলে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিয়ানমারের থুউন্না স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

নারী ফুটবলে ভারতের কাছে রোববারই সবচেয়ে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ২০১০ সালে কক্সবাজারে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে ভারতের কাছে ০-৬ গোলে হেরেছিল লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। গ্রুপে প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে হারের পর ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। কিন্তু ঘুরে দাঁড়ানোর পরিবর্তে শোচনীয়ভাবেই হারতে হয়।

টানা দুই ম্যাচ হারায় বাছাইয়ের প্রথম পর্ব থেকেই বিদায় হয়ে গেছে বাংলাদেশের। এবার মানসম্মান রক্ষার জন্য আজকের ম্যাচে নেপালকে হারানো খুব জরুরি। তা না হলে শূন্য হাতে দেশে ফিরতে হবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের।

বয়সভিত্তিক ফুটবল ও জাতীয় দলের পার্থক্যটা অলিম্পিক ফুটবল খেলতে গিয়ে হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে ভারতসহ বিভিন্ন দলকে বলে-কয়ে হারায় বাংলাদেশ সেইসব দলের কাছে রীতিমতো বিধ্বস্ত হলো এবার। গত বছর ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে গ্রুপ পর্ব ও ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ১১ মাস পর মুদ্রার অন্য পিঠও দেখল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের নারী ফুটবল মানেই কিশোরীদের প্রাধান্য। একমাত্র সাবিনা খাতুন সিনিয়র খেলোয়াড়। এভাবে হলে তো সিনিয়রদের দল গঠন করাই যাবে না। আর হারতে হবে শোচনীয়ভাবে। আজ নেপালকে হারালে অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে পারবে তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads