• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাতীয় দলে ফিরলেন লুকাকু

রোমেলু লুকাকু

ছবি : ইন্টারনেট

ফুটবল

জাতীয় দলে ফিরলেন লুকাকু

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

বেলজিয়াম জাতীয় ফুটবল দলে ফিরলেন রোমেলু লুকাকু। আইসল্যান্ড ও সুইজারল্যান্ডের বিপক্ষে ন্যাশনস লিগের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। ঘোষিত এই দলে রবার্তো মার্টিনেজের বিবেচনায় পুনরায় ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লুকাকুলুকাকু ফিরলেও ইউনাইটেড সতীর্থ মারোইন ফেলাইনি অবশ্য ফিটনেসের অভাবে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। যদিও বুধবার জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে জয়ের ম্যাচটিতে তারকা এই মিডফিল্ডার দলে ছিলেন। ইনজুরির কারণে বেলজিয়াম দলে আরো থাকছেন না দুই সেন্ট্রাল ডিফেন্ডার ইয়ান ভারটনগেন ও থমাস ভারমালেন। যে কারণে উলফসের মিডফিল্ডার লিয়েন্ডার ডেনডোনকারকে ডাকতে বাধ্য হয়েছেন মার্টিনেজ। এ সম্পর্কে মার্টিনেজ বলেছেন, ‘রোমেলু লুকাকু সম্পর্কে আমরা ইতোমধ্যেই ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করেছি। সপ্তাহের শেষে এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। মারোইন ফেলাইনি ক্লাবে ফিরে গেলেও এখনো পুরোপুরি ফিট নন।ন্যাশনস লিগে গ্রুপ ’-এ সুইজারল্যান্ডের সঙ্গে সমান ৬ পয়েন্ট করে সংগ্রহ করে মার্টিনেজের দল শীর্ষে রয়েছে। কিন্তু চূড়ান্ত পর্বে যাওয়ার আগে দুই দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে। ইন্টারনেট

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads