• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
হায়দরাবাদেই সাকিব

সাকিব ও মোস্তাফিজ

ছবি : ইন্টারনেট

খেলা

মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই

হায়দরাবাদেই সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদেই থাকছেন সাকিব আল হাসান। গত মৌসুমে হায়দরাবাদের জার্সি গায়ে জড়িয়ে ১৭ ম্যাচ খেলে ব্যাট হাতে ২৩৯ রান এবং বল হাতে ১৪ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি এ অলরাউন্ডার। দল হয়েছিল রানার্সআপ। তাই এবারো তাকে দলে রেখে দিয়েছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। সাকিব দলে থাকলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ানস। কাটার মাস্টারের স্থলাভিষিক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে।

আইপিএলের গত আসরে রানার্সআপ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাই ফাইনাল খেলা দলটি অনেক ক্রিকেটারকেই নতুন মৌসুমের জন্য ধরে রেখেছে। এ তালিকায় নাম আছে ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ভুবনেশ্বর কুমার, মানিশ পান্ডে, থাঙ্গারাসু নটরঞ্জন, রিকি ভুই, সন্দ্ব্বীপ শর্মা, শ্রীভাস্ত গোস্বামী, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ, বাসিল আহমেদ ও দীপক হুদার। উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারিতে যখন মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ওই সময়টাতে ব্যস্ত থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নেবে লাল-সবুজরা। আন্তর্জাতিক সূচির কারণেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদদের এবার আর খেলা হচ্ছে না পিএসএলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads