• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ট্রেনে যৌন হেনস্তা মামলায় গাসকোয়েন

ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার পল গাসকোয়েন

ছবি : ইন্টারনেট

ফুটবল

ট্রেনে যৌন হেনস্তা মামলায় গাসকোয়েন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

বড়সড় বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার পল গাসকোয়েন। তার বিরুদ্ধে ফের উঠল যৌন হেনস্থার অভিযোগ। গত অগস্টে ট্রেনে ইয়র্ক থেকে ডারহাম যাওয়ার সময় নাকি এক মহিলা যাত্রীকে অনৈতিকভাবে স্পর্শ করেছিলেন। গাসকোয়েনের বিরুদ্ধে অভিযোগ এ রকমই। ডারহ্যাম রেল স্টেশনে সেদিন পুলিশ তাকে আটকও করেছিল। সেই ঘটনায় গাসকোয়েনের বিরুদ্ধে মামলা রুজু করল ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'লেস্টারের পল গাসকোয়েনের বিরুদ্ধে যৌন হেনস্থার (ওয়ান কাউন্ট) মামলা করা হয়েছে। আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে। ২০ অগস্ট ট্রেনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলা।' ডারহাম কাউন্টির নিউটন আইক্লিফ ম্যাজিস্ট্রেট কোর্টে ১১ ডিসেম্বর হাজিরা দিতে হবে তাকে। ফুটবলার থাকার সময় থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। কিছু দিন আগে পর্যন্ত মদ্যপানের নেশা ছাড়ানোর জন্য রি-হ্যাবে ছিলেন। এবার আবার নতুন বিতর্কে জড়ালেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads