• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ফেলাইনির গোলে উদ্ধার ম্যানইউ

মারোয়ানে ফেলাইনি

ছবি : ইন্টারনেট

ফুটবল

ফেলাইনির গোলে উদ্ধার ম্যানইউ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

নিশ্চিত ড্রর দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ। কিন্তু ইনজুরি টাইমে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাতা হয়ে আবির্ভূত হন মারোয়ানে ফেলাইনি। বেলজিয়াম এ তারকা মিডফিল্ডারের নাটকীয় গোলে অতিথি ইয়ং বয়েজের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলরা। ‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের টিকেট কেটে ফেলেছে কোচ হোসে মরিনহোর দল।

ম্যানইউ জানত ঘরের মাঠে জিততে পারলেই নক আউট পর্বে জায়গা করে নেবে তারা। কিন্তু বাজে পারফরম্যান্সে ব্রেক থ্রু পেতেই রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে স্বাগতিকদের। নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইম হিসেবে তিন মিনিট যোগ হয় ম্যাচে। তখনো চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথম গোলের সন্ধান পায়নি ইউনাইটেড।

কয়েক সেকেন্ড যেতে না যেতেই লুক শ’র পাস পেয়ে ফ্লিক করেন রোমেলু লুকাকু। বল ধরেই লরিস বেনিতোর দুই পায়ের মাঝ দিয়ে বল গলিয়ে জয়সূচক গোল এনে ম্যাচের নায়ক বনে যান ফেলাইনি। দলের গোলপ্রাপ্তি ঠিক কীভাবে উদযাপন করবেন সেটা হয়তো বুঝে উঠতে পারছিলেন না মরিনহো। তাই তো উন্মাদের মতো পানির বোতলের ঝুড়িটা উড়িয়ে ছুড়ে মারেন মাটিতে।

দূর থেকে মনে হয়েছিল গোল করার আগে নিয়ন্ত্রণে নেওয়ার সময় ফেলাইনির হাত স্পর্শ করেছিল বল। কিন্তু ম্যাচ শেষে তা অস্বীকার করেন মাঝমাঠের এ তারকা প্লেমেকার, ‘আমার দিক থেকে এটা হ্যান্ডবল ছিল না। আমি বলটা নিয়ন্ত্রণ করেছি মাত্র। যদি বল আমার হাত স্পর্শ করত, তাহলে এটা লক্ষ্যে পৌঁছত না।’ যেটা ছিল ম্যানইউর ২১তম গোল প্রচেষ্টা। যদিও তার আগে মারকাস রাশফোর্ড ও ফেলাইনি নিজেও একের পর এক গোলের সেরা সুযোগ নষ্ট করেন।

ফেলাইনি উদ্ধার করায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনেকটা নির্ভার থেকেই ভ্যালেন্সিয়ার মাঠ সফরে যাবে প্রিমিয়ার লিগের এ জায়ান্ট ক্লাব। মানে এক ম্যাচ হাতে রেখেই প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ম্যানইউ। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে খেলার সুযোগ এখানো জিইয়ে রয়েছে মরিনহোর শিষ্যদের সামনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads