• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
লেওয়ানডোস্কির কীর্তি

রবার্ট লেওয়ানডোস্কি

ছবি : ইন্টারনেট

ফুটবল

লেওয়ানডোস্কির কীর্তি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

চ্যাম্পিয়নস লিগে অনন্য এক কীর্তি গড়লেন রবার্ট লেওয়ানডোস্কি। ফুটবল জাদুর ঝলকে ইউরোপ সেরার আসরে ছাড়িয়ে গেলেন ৫০ গোলের মাইলফলক। তারকা এ পোলিশ স্ট্রাইকারের সঙ্গে আরিয়েন রবেনের জোড়া গোলে পর্তুগিজ প্রতিপক্ষ বেনফিকাকে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ৫-১ গোলের দুরন্ত জয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের নক আউট পর্বে।

চ্যাম্পিয়নস লিগে দল ভালো করলেও বুন্দেসলিগায় যাচ্ছেতাই অবস্থা বায়ার্নের। টানা ষষ্ঠবারের চ্যাম্পিয়নরা এখনো পড়ে আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। ফলে জার্মান জায়ান্টে ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে যায় কোচ নিকো কোভাকের। ইউরোপিয়ান আসরে এমন অসাধারণ সাফল্যে কোচের কাঁধের চাপ অনেকটা হালকা হয়েছে বৈকি।

নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন। দীপ্তি ছড়াতে থাকেন ৩৪ বছরের রবেন। নিজের দশম এবং খুব সম্ভবত বায়ার্নে শেষ মৌসুমে আক্রমণাত্মক ফুটবলের ফুল ফুটিয়ে ১৩ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন এ উইঙ্গার। ডান উইংয়ে একক প্রচেষ্টায় বাঁ পায়ের বাঁকানো শটে বল জড়ান জালে। টমাস মুলারের সহায়তায় ৩০ মিনিটেই ডাচ এ প্লেমেকার পূর্ণ করেন নিজের জোড়া গোল। ছয় মিনিট বাদেই জ্বলে ওঠেন লেওয়ানডোস্কি। জসুয়া কিমিচের উড়ে মারা বলে মাথা ছুঁয়ে সপ্তম খেলোয়াড় হিসেবে পৌঁছে যান ফিফটি গোলের ল্যান্ডমার্কে। বিরতির পর ৫১ মিনিটে ফের কিমিচের সহায়তায় হেড থেকে পোল্যান্ডের এ মেগাস্টার পান চ্যাম্পিয়নস লিগে নিজের ৫১তম গোল। অবশ্য তার আগে জোনাসের কাছ থেকে পাস পেয়ে বেনফিকার হয়ে একটি গোল শোধ করেন কারভালহো ফার্নান্দেস।

ডেভিড আলাবার বাড়িয়ে দেওয়া বল থেকে জয়ের ব্যবধান আরো একধাপ বাড়িয়ে দেন বর্ষীয়ান ফ্রাঙ্ক রিবেরি। ফরাসি এই তারকা উইঙ্গার দলকে উপহার দেন পঞ্চম গোল।

সুবাদে এক ম্যাচ হাতে রেখে ‘ই’ গ্রুপ থেকে আয়াক্সের সঙ্গে প্রি-কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে বাভারিয়ানরা।

গ্রুপের অন্য ম্যাচে এইকে এথেন্সের মাঠে জোড়া গোল করেন সাউদাম্পটনের সাবেক স্ট্রাইকার দুসান তাদিক। তবে গ্রিসের রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়ায় আয়াক্সের ২-০ গোলের জয়ের আনন্দটা মাটি হয়ে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে রক্তাক্ত হয়ে ফেরে সফরকারী ডাচ ক্লাবের কয়েকজন ভক্ত-সমর্থক। ম্যাচ শুরুর আগে পেট্রোলবোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্যালারিতে।

 

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা গোল

ক্রিশ্চিয়ানো রোনালদো --------  ১২১

লিওনেল মেসি  --------------   ১০৫

রাউল গনজালেজ ------------     ৭১

করিম বেনজেমা ---------------   ৫৯

রুদ ফন নিস্টেলরয়  ------------  ৫৬

রবার্ট লেওয়ানডোস্কি  -----------  ৫১

থিয়েরি অঁরি  ----------------     ৫০

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads