• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
রিয়ালের গোলবন্যা

ছবি : ইন্টারনেট

ফুটবল

কোপা দেল রে

রিয়ালের গোলবন্যা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

কোপা দেল রে-র শেষ ৩২ পর্বে গোলের বন্যা বইয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই অর্ধে জোড়া গোল করেন মার্কো ইসকো ও মার্কো অ্যাসেনসিও। ফিরতি লেগে তৃতীয় সারির দল মেলিলাকে ৬-১ গোলে ধসিয়ে দিয়েছে কোচ সান্টিয়াগো সোলারির দল। সঙ্গে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ইউরোপের টানা তিনবারের চ্যাম্পিয়নরা। সুবাদে দুই লেগ মিলিয়ে রেকর্ড ১০-১ গোলে স্প্যানিশ কাপের শেষ ষোলো পর্বের টিকেট নিশ্চিত করেছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি।

নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে এগিয়ে যেতে একটু সময় নেয় হট ফেভারিট দলটি। দুই মিনিটের ব্যবধানে অ্যাসেনসিও দুটি গোল উপহার দিতেই উল্লাসে ফেটে পড়ে মাঠের গ্যালারি। ৩৩ মিনিটেই রিয়ালকে লিড এনে দিয়ে স্বাগতিক শিবিরের নীরবতা ভাঙেন অ্যাসেনসিও। দুই মিনিট বাদেই নিজের জোড়া গোল পূর্ণ করেন এ স্প্যানিশ প্লেমেকার। পরে অভিষেক ম্যাচে গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান জাভি সানচেজ।

৩-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে গোলের দেখা পেতে বিলম্ব হয়নি রিয়ালের। বিরতির পর খেলা শুরুর দুই মিনিটেই উৎসবের উপলক্ষ এনে দেন ইসকো। তার সঙ্গে আরো একটি গোল যোগ করেন ভিনিসিয়াস জুনিয়র। ৮১ মিনিটে নির্ভুল নিশানায় স্ট্রাইকার ইয়াসিন কাসমি পেনাল্টির সুযোগ কাজে লাগালে একটি গোল শোধ করে উত্তর আফ্রিকার স্বায়ত্তশাসিত স্প্যানিশের ছোট্ট শহর মেলিলার ক্লাবটি। ম্যাচ শেষের বাঁশি বাজার ৭ মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করে দলের জয়ে সিলমোহর এঁটে দেন স্পেনের মাঝ মাঠের তারকা ইসকো।

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারানো দলে মোটা দাগে দশটি পরিবর্তন আনেন কোচ সোলারি। কিন্তু তারপরও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। দলে রাখেন স্পেন জাতীয় দলের চার ফুটবলার। আর তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী গোলবারের অতন্দ্র প্রহরী কেইলর নাভাসকে। ৩১ অক্টোবর টুর্নামেন্টের প্রথম লেগে ৪-০ গোলে জয়ের ম্যাচ ছিল রিয়ালে সোলারির অভিষেক ম্যাচ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads