• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
লিভারপুল-পিএসজি শেষ ষোলোয়

ছবি : সংগৃহীত

ফুটবল

লিভারপুল-পিএসজি শেষ ষোলোয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

মোহামেদ সালাহর একমাত্র জয়সূচক গোল আর অ্যালিসনের অসাধারণ সেভে ন্যাপোলির বিপক্ষে মহারণে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দ্য রেড শিবির। হার মেনে ইউরোপা লিগে নেমে গেছে ন্যাপোলি। তবে চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা জিইয়ে রেখেছেন নেইমাররা। ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৪-১ গোলে ধরাশায়ী করেছে রেডস্টার বেলগ্রেডকে। গ্রুপে শীর্ষে থেকেই নিশ্চিত করেছে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট।

নকআউট পর্বে নাম লেখাতে অ্যানফিল্ড শিবিরের প্রয়োজন ছিল ক্লিন শিট জয় অথবা পরিষ্কার দুই গোলের ব্যবধানের জয়। ৩৪ মিনিটেই দলের প্রয়োজনের তাগিদে প্রতিপক্ষের গোলরক্ষক ডেভিড ওসপিনার চোখ ফাঁকি দেন মিশরীয় ফুটবল রাজপুত্র সালাহ। তবে লিভারপুল আসলে যোগ্য দল হিসেবেই জয় ছিনিয়ে নিয়েছে। কারণ সালাহ ও সাদিও মানে পাঁচটি গোলের সুযোগ তৈরি করেও সাফল্যের মুখ দেখেননি। স্বাগতিক লিভারপুলের হয়ে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ মিস করেন ভিরগিল ভ্যান ডিজকও।

স্নায়ুক্ষয়ী ম্যাচে লিভারপুলের গোল হজম না করার পেছনে অবদান ছিল গোলবারের অতন্দ্র প্রহরী অ্যালিসনের। আরকাদিউজ মিলিক প্রচেষ্টা থেকে দলকে বিপদমুক্ত রাখতে গিয়ে বড় বিপদ থেকে বেঁচে গেছেন অ্যালিসন নিজেই। নইলে বড় ধরনের ইনজুরিতেই পড়তে হতো ব্রাজিলিয়ান এ কিপারকে।

‘সি’ গ্রুপে নিজেদের তিন অ্যাওয়ে ম্যাচেই হার মেনে ছিল লিভারপুল। কিন্তু তারপরও অবিশ্বাস্যভাবে প্যারিসভিত্তিক ক্লাব পিএসজির পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে শিরোপা জয়ে স্বপ্ন টিকিয়ে রাখল দলটি। শেষ ষোলোতে কোনো এক গ্রুপ চ্যাম্পিয়নের মোকাবেলা করবে দ্য রেড শিবির। তবে প্রতিপক্ষের নাম জানা যাবে ১৭ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র শেষে। পিএসজির সঙ্গে গ্রুপসেরা হয়ে গ্রুপ লড়াই শেষ করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, লিভারপুল কোচ জুর্গেন ক্লপের সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও পতুর্গিজ চ্যাম্পিয়ন পোর্তো।

রেডস্টারের মাঠে কোচ টমাস টাচেলের পিএসজিকে এগিয়ে দেন এডিনসন কাভানি। ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। পরে একটি গোল শোধ করেন গোবেলজিক। মারকুইনহোস গোল ব্যবধান ৩-১ নিয়ে যান। ইনজুরি টাইমে দলের জয়ে সিল এঁকে দেন কিলিয়ান এমবাপে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads