• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দুই বছর জেল হচ্ছে রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবি : ইন্টারনেট

ফুটবল

দুই বছর জেল হচ্ছে রোনালদোর

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো ১৪.৭ মিলিয়ন ইউরোর কর ফাঁকির মামলায় ফেঁসে গেছেন ২০১৭ সালে। কিন্তু মামলার রায় এখনো হয়নি। তার আগেই আদালতের সঙ্গে সমঝোতা করে ইতোমধ্যে পুরো পাওনাটা পরিশোধ করেছেন এ তারকা মেগাস্টার। তবে আইনজীবীর মাধ্যমে দায় স্বীকার করে জরিমানা পরিশোধ করে ছাড় পাচ্ছেন না রোনালদো। সশরীরে হাজির হয়ে মামলার রায় তাকে শুনতেই হবে। তাই স্প্যানিশ কোর্টে যেতে হচ্ছে সিআর সেভেনকে। রোনালদোকে আগামী ১৪ জানুয়ারি কর ফাঁকি মামলার রায়ের শুনানির জন্য বিচারকের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মাদ্রিদের এক আদালত।

শুনানিতে হাজির হলেই কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হবেন রোনালদো। শুধু তাই নয়, বিচারকের সামনেই নিজের অপরাধ স্বীকার করে নিতে হবে এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে দুই বছরের জেলও হবে তার। তবে রোনালদোকে জেলে যেতে হবে না। স্পেনে দুই বছর বা তার কম জেল স্থগিত শাস্তি। প্রথমবার এমনটা হলে জেলে যেতে হয় না কাউকে।

জুভেন্টাসের তারকা খেলোয়াড়ের আইনজীবী হোসে অ্যান্তোনিও চোক্লান রায়ের বদলে অভিযোগ তুলে নেওয়ার জন্য বাড়তি ৩ লাখ ৭৫ হাজার ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যাতে জেলের বদনাম থেকে রক্ষা পান রোনালদো। কিন্তু তা নাকচ হয়ে যায়।

সম্প্রতি মাদ্রিদের সাবেক পর্তুগিজ ফুটবলার ফ্যাবিও কোয়েত্রাও কর ফাঁকির মামলায় কোর্টে সশরীরে হাজির না হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনী বাধ্যবাধকতা সারেন। চোক্লানও ক্রিশ্চিয়ানো জন্য একই কাজ করার চেষ্টা করে যাচ্ছেন এখন।

২০১১ ও ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে থাকাকালে মেধাস্বত্ব থেকে আয়ের একটা অংশ গোপনে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বিনিয়োগ করেন বলে অভিযোগ ওঠে রোনালদোর বিরুদ্ধে। সেজন্য এখন তার খরচ হবে জরিমানা ও সুদ মিলিয়ে ১৮.৯ মিলিয়ন ইউরো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads