• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হেরেই গেল বার্সা

ছবি : সংগৃহীত

ফুটবল

হেরেই গেল বার্সা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০১৯

ছিলেন না মেসি ও সুয়ারেজ। ফলে চেনা ছন্দে দেখা মেলেনি বার্সেলোনারও। কোপা দেলরের শেষ ষোলোর প্রথম লেগে তাই পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছে তাদের। ঘরের মাঠে উজ্জীবিত লেভান্তে ২-১ গোলে পরাস্ত করেছে বার্সাকে। সব মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল কাতালানরা। এর আগে সবশেষ তারা হেরেছিল গত ১১ নভেম্বর, লা লিগায় রিয়াল বেতিসের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে।

বল দখলে বার্সেলোনা অনেকটা এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে লেভান্তে। চতুর্থ মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পেয়ে এগিয়েও যায় স্বাগতিকরা। হেডে গোলটি করেন উরুগুয়ের ডিফেন্ডার এরিক কাবাকো। ১৮ মিনিটে টানা চারবারের চ্যাম্পিয়নদের হতবাক করে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বোরহা মায়োরাল। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় ডাচ গোলরক্ষক ইয়াসপের সিলেসেনকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।

এর দুই মিনিট পরেই প্রথমার্ধে নিজেদের সেরা সুযোগটি পায় বার্সেলোনা। গোলরক্ষককে একা পেয়েছিলেন উসমান দেম্বেলে; কিন্তু তার শট দারুণ নৈপুণ্যে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে সিলেসেনের পরীক্ষা নেন মায়োরাল। তবে এ যাত্রায় বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক।

৮৫ মিনিটে স্পট কিকে ব্যবধান কমিয়ে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগিয়েছিলেন বার্সার ফিলিপে কৌতিনহো। শেষ পর্যন্ত অবশ্য সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সাকে। বদলি নামা স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল অতিথিরা। ঘুরে দাঁড়িয়ে শেষ আটে ওঠার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে লেভান্তের মোকাবেলা করবে বার্সেলোনা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads