• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
প্রতারণা মামলায় গ্রেফতার সাবেক ফুটবলার কায়সার হামিদ

ফুটবলার কায়সার হামিদ

ছবি : সংগৃহীত

ফুটবল

প্রতারণা মামলায় গ্রেফতার সাবেক ফুটবলার কায়সার হামিদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

মাল্টিপারপাস কোম্পানির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। ২০১৪ সালে বনানী থানার একটি মামলার অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে গতকাল রোববার এলিফ্যান্ট রোড থেকে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ (ঢাকা মেট্রো উত্তর)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো উত্তর) মীর্জা আবদুল্লাহেল বাকি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ (সোমবার) তাকে নিম্ন আদালতে পাঠানো হবে। সেখানে আমরা পাঁচদিনের রিমান্ড চাইবো।’

তিনি আরো বলেন, ‘নিউওয়ে মাল্টিপারপাস কোঅপারেটিভ’ নামে একটি প্রতিষ্ঠান ছিল কায়সার হামিদের। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে টাকা দিতে পারেননি। এক পর্যায়ে গত আট বছর আগে প্রতিষ্ঠানটিই বন্ধ হয়ে যায়। এতে করে প্রতিষ্ঠানটিতে অর্থ লগ্নিকারীদের বেশ কয়েকজন তার বিরুদ্ধে মামলা করেন। কায়সার হামিদ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

উল্লেখ্য, জাতীয় ফুটবল দলের এক সময়ের অধিনায়ক কায়সার হামিদ বাংলাদেশে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃত। তিনি ‘মোহামেডানের কায়সার হামিদ’ নামেই পরিচিত ছিলেন। তার মা রানী হামিদ বাংলাদেশের সেরা দাবাড়ুদের একজন। তার বাবা প্রয়াত সেনা কর্মকর্তা আবদুল হামিদও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads