• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
খেলোয়াড় চুক্তি ইস্যুতে পিএসজিকে এক লাখ ইউরো জরিমানা

পিএসজি লোগো

সংগৃহীত ছবি

ফুটবল

খেলোয়াড় চুক্তি ইস্যুতে পিএসজিকে এক লাখ ইউরো জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০১৯

খেলোয়াড় চুক্তি ইস্যুতে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) এক লাখ ইউরো জরিমানা করেছে ফরাসি পেশাদার ফুটবল লীগের পরিচালনা সংস্থা লীগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি)। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

খেলোয়াড় চুক্তির নিয়ম ভঙ্গ করার অভিযোগে লীগ ওয়ানের শীর্ষ পয়েন্টধারী পিএসজির বিরুদ্ধে পরিচালিত তদন্তে তারা ঘটনার সত্যতা মিলেছে। গণমাধ্যমে ও টেলিভিশনে এ বিষয়ে সম্প্রচারিত একটি রিপোর্টের ভিত্তিতে ‘এনভয় স্পেশাল’ অনুষ্ঠানে একাডেমির সম্ভাবনাময় খেলোয়াড়দের নৈতিকতার ভিত্তিতে চুক্তিবদ্ধ করার আহ্বানও জানানো হয়েছে।
এলএফপির ডিসিপ্লিনারি কমিটিতে উপস্থাপিত প্রমানাদি উপস্থাপন করেন ক্লাবের মহা ব্যবস্থাপক জিয়েন -ক্লদে ব্লাংক ও সাবেক ক্রীড়া পরিচালক অলিভার লেটাং। খেলোয়াড় চুক্তিবদ্ধ করার এই অনিয়ম খতিয়ে দেখার জন্য পিএসজি নিজস্ব একটি তদন্ত পরিচালনা করেছিল। তবে সেখানে কোনো অনিয়ম ধরা না পড়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়।

তদন্ত শেষে এলএফপি পিএসজির বিরুদ্ধে এক লাখ ইউরো জরিমানার বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের নামও উল্লেখ করা হয়। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পরিচালিত পিএসজির প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকা বারট্রেন্ড রিয়াজুকে নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয় ১০ হাজার ইউরো। একই সঙ্গে রিক্রুটিং এজেন্ট মার্স ওয়েস্টাললোপ ও পিয়েরে রেনাউডকেও ৫ হাজার ইউরো করে জরিমানার পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় এলএফপি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads