• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আয়াক্সের মুখোমুখি রিয়াল

রিয়ালের অনুশীলনে বেনজেমার সঙ্গে কৌতুক ভিনিসিয়াসের, তা দেখছেন মডরিচ

ছবি : ইন্টারনেট

ফুটবল

আয়াক্সের মুখোমুখি রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০১৯

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য কঠিন এক পরীক্ষা। কারণ, তারা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া এবারের মৌসুমে কিছুটা হলেও রয়েছে ছন্দবিহীন। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় আমস্টারডামে জোহান ক্রুয়েফ এরিনা স্টেডিয়ামে রিয়াল লড়াই করবে স্বাগতিক আয়াক্স আমস্টারডাম দলের সঙ্গে। ডাচ দলের সঙ্গে ম্যাচটিতে বোঝা যাবে রিয়ালের শক্তি এখন কেমন অবস্থায় আছে। একই দিন একই সময়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। মৌসুমের শুরু থেকে বার বার ছন্দ হারানো রিয়াল মাদ্রিদ অবশেষে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে। এতে ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কোচ সান্তিয়াগো সোলারি। দলকে টানা চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন এই আর্জেন্টাইন। সোলারির মতে, তার দলের জন্য কোনো কিছুই অসম্ভব নয়।  ক্লাব পর্যায়ের ইউরোপের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক বছরে দারুণ সফল রিয়াল। প্রথম দল হিসেবে রেকর্ড টানা তিনবারসহ গত পাঁচ বছরে চারবারই শিরোপা ঘরে তুলেছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। তবে পার্থক্য হলো, আগে দলে ছিলেন রোনালদো। এবার তিনি নেই। রিয়াল ছেড়ে রোনালদো চলে গেছেন ইতালির লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসে। রোনালদো ছাড়াও চলে গেছেন সফল কোচ সাবেক ফরাসি তারকা ফুটবলার জিনেদিন জিদান। আড়াই বছরে ক্লাবকে ৯টি শিরোপা এনে দেওয়া কোচ জিদান গত বছরের মে মাসে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়েন। এর পর থেকেই উত্থান-পতনের মধ্য দিয়ে চলা রিয়াল ইউরোপসেরার মঞ্চে টানা চতুর্থ শিরোপা হাতে তুলতে পারে বলে মনে করেন বর্তমান কোচ সোলারি। ‘রিয়াল মাদ্রিদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়।’ ডাচ প্রতিপক্ষকে অবশ্য যথেষ্ট সমীহ করছেন সোলারি। ‘যুব প্রকল্প নিয়ে কাজের জন্য আয়াক্স খুবই বিখ্যাত।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads