• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ওল্ড ট্রাফোর্ডে পিএসজির ইতিহাস

এমবাপের গোলের পর পিএসজি সতীর্থদের উল্লাস

ছবি : ইন্টারনেট

ফুটবল

ওল্ড ট্রাফোর্ডে পিএসজির ইতিহাস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম  লেগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে কঠিন পরীক্ষায় দারুণ সাফল্য পেল চোটে জর্জরিত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাব। ১১ ম্যাচ অজেয় প্রিমিয়ার লিগ ক্লাবকে ভুলে যাওয়া হারের তেতো স্বাদ দিল ফরাসি চ্যাম্পিয়নরা। ওল্ড ট্রাফোর্ডে তারা ২-০ গোলে উলা গুনার সুলশারের শিষ্যদের বিরুদ্ধে জিতে ইতিহাস তৈরি করেছে। প্রথম ফরাসি দল হিসেবে ইউরোপিয়ান মঞ্চে ম্যানইউকে তাদের মাটিতে হারাল পিএসজি।

পিএসজির আক্রমণভাগে ছিল বড় ধরনের শূন্যতা। গুরুতর চোটে ছিলেন না নেইমার ও এডিনসন কাভানি। তাদের অভাব পূরণ করার দায়িত্ব কে নেবেন, সেটাই ছিল দেখার বিষয়। অ্যাঞ্জেল ডি মারিয়া সেই দায়িত্ব পালন করলেন। প্রেসনেল কিমপেম্বে ও কিলিয়ান এমবাপেকে দিয়ে দুটি গোল করাতেই আর্জেন্টাইন ফরোয়ার্ড রেখেছেন দারুণ অবদান। তাতে ম্যানইউ ক্যারিয়ারে প্রথম হারের অভিজ্ঞতা হলো সুলশারের। দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত অপরাজিতই ছিলেন তিনি।

আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ম্যানইউর প্রথম সুযোগ শুরুতেই নষ্ট করে পিএসজি। ৩ মিনিটে স্বাগতিকদের ফ্রি কিক বিপদমুক্ত করেন তাদের ডিফেন্ডাররা।

কিছুক্ষণ পর ম্যানইউর বক্সে আক্রমণ চালায় পিএসজি। ৬ মিনিটে ডি মারিয়ার বাঁকানো শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এমবাপে ২৮ মিনিটে গোল করতে পারতেন। জুলিয়ান ড্রাক্সলারের বাড়িয়ে দেওয়া বলে তিনি শট নেন গোলবারের পাশ দিয়ে। যদিও তিনি ছিলেন অফসাইডে।

প্রথমার্ধের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দানি আলভেসের ফ্রি কিক ম্যানইউর ক্রসবারের ওপর দিয়ে যায়। প্রথম ৪৫ মিনিট শেষ হয় কোনো গোল ছাড়াই। তবে বিরতিতে যাওয়ার আগে জেসি লিনগার্ড ও অ্যান্থনি মার্শাল চোট নিয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে পিএসজি চাপে রাখে ম্যানইউকে। ৫৩ মিনিটে তাদের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার কঠিন পরীক্ষা নেন এমবাপে।

ডান দিক থেকে আলভেসের ক্রসে তার হেড দারুণ দক্ষতায় মাঠের বাইরে পাঠান স্প্যানিশ গোলরক্ষক।

ওই কর্নার থেকে সর্বনাশ হয় ম্যানইউর। ডি মারিয়ার কর্নার থেকে বল ব্যাকপোস্টে আসে, শক্তিশালী শটে ডি গিয়াকে পরাস্ত করেন কিমপেম্বে। ১১ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগে এটি ছিল তার প্রথম গোল।

৫৯ মিনিটে হেরেরার হাফভলি গোলপোস্টের পাশ দিয়ে গেলে ম্যানইউর হতাশা বাড়ে। কিন্তু পরের মিনিটে তারা আরো বড় ধাক্কা খায়। বাঁ দিক থেকে নিচু ক্রসে গোলমুখের সামনে বল পাঠান ডি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাড়িয়ে দেওয়া বলে সহজে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

কিছুক্ষণ পরই দ্বিতীয় গোল করতে পারতেন এমবাপে। ডি গিয়াকে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি। বেশ সময় নিয়ে গোলমুখে শট নিলে ম্যানইউ গোলরক্ষক এক হাতে তাকে ঠেকান। ৮৯ মিনিটে পগবা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ম্যানইউ ম্যাচ শেষ করে ১০ জন নিয়ে।

আগামী ৭ মার্চ পার্ক দেস প্রিন্সেসে দ্বিতীয় লেগ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে ম্যানইউ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads