• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কোয়ার্টারে চোখ টটেনহ্যামের

এরকম কয়েকবারই টটেনহ্যামকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন গোলরক্ষক লরিস

ছবি : ইন্টারনেট

ফুটবল

কোয়ার্টারে চোখ টটেনহ্যামের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের এক ম্যাচে ইংলিশ জায়ান্ট টটেনহাম হটসপুর হারিয়ে দিয়েছে জার্মানির অন্যতম শক্তিশালী দল বরুশিয়া ডর্টমুন্ডকে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অতিথি ক্লাব ডর্টমুন্ডকে সহজেই ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে টটেনহাম। ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

সহজ জয়ের মাধ্যমে ইউরোপের ক্লাব পর্যায়ের সবচেয়ে মর্যাদার এই আসরের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইংলিশ ক্লাবটি। ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে কঠিন মনোবল নিয়ে খেলে দারুণ জয় পায় টটেনহ্যাম।

প্রথমার্ধে উভয় দলই গোলের অনেক সুযোগ তৈরি করে। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কেউই গোল পায়নি। তবে প্রথমার্ধে দল দুটি গোল না হজম করতে অনেক ক্ষেত্রে রক্ষণাত্মক ভূমিকায় খেলে। ফলে গোল করার চেয়ে গোল না খাওয়ার চিন্তা থাকায় বল কোনো দলের জালে জড়ায়নি। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুদল আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকে। ফলে ম্যাচ জমে ওঠে। ম্যাচের ৪৭ মিনিটে স্পারদের এগিয়ে নেন সাউথ কোরিয়ান স্ট্রাইকার সন হিয়াং-মিন। ৮৩ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভেরতোনগেন ব্যবধান দ্বিগুণ করার মিনিট তিনেক পর স্প্যানিশ ফরোয়ার্ড ফের্নান্দো ইয়োরেন্তে জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। তবে শেষ দিকে ম্যাচে গোল করার মনোবলও হারিয়ে ফেলে ডর্টমুন্ড দল। 

আগামী ৬ মার্চ ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্ক স্টেডিয়ামে হবে ফিরতি লেগের ম্যাচ।ধ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads