• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
টানা পঞ্চম জয় বসুন্ধরার

অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংসের টানা পঞ্চম জয়

ছবি : সংগৃহীত

ফুটবল

টানা পঞ্চম জয় বসুন্ধরার

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবার খেলতে এসে চমকের পর চমক দেখাচ্ছে নবাগত দল বসুন্ধরা কিংস। শিরোপা জয়ের লক্ষ্যে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে তারা। গতকাল বৃহস্পতিবার বিকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে।

এ নিয়ে পাঁচ ম্যাচের সবকটাতেই জয় পেয়েছে শক্তিশালী ও তারকাসমৃদ্ধ দল বসুন্ধরা। বসুন্ধরা ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও ১৫ পয়েন্ট লাভ করেছে। তবে তারা বসুন্ধরার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে এবং গোল পার্থক্যে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।  রহমতগঞ্জ ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে দশম স্থানে।

গতকালের ম্যাচে রহমতগঞ্জ অবশ্য বেশ বেগ পাইয়ে দেয় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বসুন্ধরাকে। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র। বহু চেষ্টা করেও গোলের দেখা পায়নি বসুন্ধরা। শুধু তাই নয়, প্রথমার্ধে রহমতগঞ্জও কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দেয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বসুন্ধরা আরো গুছিয়ে খেলতে থাকে। সুফলও পেয়ে যায় তারা খুব তাড়াতাড়ি। ম্যাচের ৫০ মিনিটে জয়সূচক গোল পায় বসুন্ধরা। কিরগিস্তানি মিডফিল্ডার বখতিয়ার দুশবেকভ গোলটি করেন। তার গোলটি হয় পেনাল্টি থেকে। এরপর রহমতগঞ্জ গোল পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

বসুন্ধরার পরের ম্যাচ বিজেএমসির সঙ্গে আগামী মঙ্গলবার। আর রহমতগঞ্জ ওই একই দিনে তাদের পরের ম্যাচে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে। 

নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে নওফেল গোলশূন্য ড্র করে বিজেএমসির সঙ্গে। দু’দলের সংগৃহীত পয়েন্ট সমান মাত্র ২ করে। 

আজ শুক্রবার ও আগামীকাল শনিবার লিগের কোনো খেলা নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন এবং বেলা সাড়ে ৩টায় শেখ জামাল ও শেখ রাসেল প্রতিদ্বন্দ্বিতা করবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads