• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘সম্পর্কটা আজীবনের’

লিওনেল মেসি

ছবি : ইন্টারনেট

ফুটবল

‘সম্পর্কটা আজীবনের’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০১৯

বার্সা ছাড়ার অনেক কথা হয়েছে। হচ্ছেও। কিন্তু লা মেসিয়ায় বড় হওয়া লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন, এমন কথা কখনো বলেননি। তবে গুঞ্জনের ডালপালা মেলেছে বার বারই। বিপরীতে সেই গুঞ্জনে পানি ঢেলেছেন কখনো মেসির সতীর্থ কিংবা ক্লাবটির কর্তা ব্যক্তিরা।

সেই রেশ ধরে এবার মুখ খুলেছেন বার্সেলোনার সভাপতি মারিয়া বার্তামেউ। তার বিশ্বাস, মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা আজীবনের। মেসি নতুন করে চুক্তি করবে দলটির সঙ্গে এবং নিশ্চিন্তে থাকবেন ন্যু ক্যাম্পেই। 

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত লা লিগায় ২১ ম্যাচে করেছেন ২১ গোল। লিগে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা।

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ এখনো দুই বছর বাকি। চুক্তি শেষে তার বয়স দাঁড়াবে ৩৪। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে বার্সেলোনায় নাম লেখান মেসি। অবসরে যাওয়ার আগে শৈশবের ক্লাবে ফেরার ইচ্ছা অতীতে বেশ কয়েকবার জানিয়েছিলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

তবে দলের সেরা তারকাকে ছাড়তে রাজি নন বার্তামেউ। তার বিশ্বাস, নতুন চুক্তি করে ক্যারিয়ারের বাকিটা সময়ও মেসিকে বার্সেলোনায় রাখতে পারবেন। তিনি বলেন, ‘লিও আমাদের সঙ্গেই থাকবে। সম্পর্কটা আজীবন থাকবে। সে আমাদের বলেছে যে, সে এখানে খেলে যেতে চায়। আমরা তাকে পাঁচ বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছি। আমি আশা করি, আমরা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাব।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads